🌳🦚💐🏵️🌷🏵️💐🦚🌳
🪷💮কৃষ্ণপ্রেয়সী তুলসী💮🪷
🌳🦚💐🏵️🌷🏵️💐🦚🌳
শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তঃ
সকল
সাধু, গুরু, বৈষ্ণব ও গৌর ভক্তবৃন্দের শ্রীচরণে আমার অনন্ত কোটি সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণাম I হরে কৃষ্ণ, আগামী ১৫/০৪/২০২২ ইং রোজ - শুক্রবার ১লা বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ, তুলসী গাছে জলের ধারা দেওয়া আরম্ভ।
‘’গুরু - বৈষ্ণব - ভগবান
তিনিহেঁ স্মরণ
।
তিনেহেঁ স্মরণ হইতে হয় বিঘ্ন বিনাশন ।।
অনায়াসে হয় নিজ বাঞ্ছিত পূরণ ।।‘’
গুরবে গৌরচন্দ্রায় রাধিকায়ৈ তদালয়ে ।
কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ ।।
তুলসী দেবীর কৃপা ব্যতীত কৃষ্ণ প্রেম সম্ভব নয়। তাই তুলসী দেবীকে তুষ্ট করার জন্য নিয়মিত তুলসী সেবা আবশ্যক। কৃষ্ণ সেবায় একমাত্র তুলসী পত্র ব্যতীত অন্য কোন কিছুর প্রয়োজন হয় না। তুলসী দেবী কৃষ্ণভক্তি লাভের প্রতীক। এছাড়াও তুলসী পত্র একটি মহোষধি
।
তুলসীর উৎপত্তি…
সর্বৌষধি রসেনৈব পূর্বমৃত মন্থনে
।
সর্বোসত্ত্বোপকারায় বিষ্ণুনা তুলসী কৃতা
।। … (স্কন্ধ পুরাণ)
পরাকালে দেবাসুর হইয়া মিলিত
।
সমুদ্র মন্থনে করে উৎপন্ন অমৃত
।।
জীবের মঙ্গল হেতু বিষ্ণু হিতময়
।
সর্বগুণা তুলসীরে উদ্ধত করয়
।।
তুলসী মাহাত্ম্য…
ন বিপ্রসদৃশং পাত্র ন দানং সুরভে সমম্।
ন চ গঙ্গাসমং তীর্থং ন পত্রং তুলসী সমম্।।
অভিন্ন পত্রং হরিতাং হৃদ্যমঞ্জরী সংযুতাম্।
ক্ষীরোদার্ণব সম্ভুতাং তুলসী আপদোদ্ধার
।। … (স্কন্ধ পুরাণ)
ব্রাহ্মণ সমান পাত্র ধেনুতুল্য দান
।
ধরাধামে তীর্থ নাহি গঙ্গার সমান
।।
তেমনি পত্রের মধ্যে হয় শ্রেষ্ঠ তরা
।
তুলসী নামেতে পত্র খ্যাত এই ধরা
।।
যে তুলসী সমুদ্ভব ক্ষীরোদ সাগরে
।
অচ্ছিন্ন হরিৎ পদ্ম কৃষ্ণ দান করে
।।
ক্ষীরোদ সাগরে জন্ম তুলসী হরিৎ
।
অচ্ছিন্ন মঞ্জরী কৃষ্ণে হলে সমর্পিত
।।
সকল আপদ নাশি মুক্ত হয় সেই
।
ছিন্ন ভিন্ন পক্কপত্র তুলসী না দেই
।।
তুলসী জাগরণ মন্ত্র…
উত্তিষ্টং তুলসীদেবী গাত্রোত্থানাং কুরু যথা
।
অরুণোদয় প্রাতঃ প্রীচরণে প্রণমাম্যহম্ ।।
তুলসীর মূল লেপন মন্ত্র…
তুলসী নিপয়তে গঙ্গা স্থানেমেকং বারাণসী
।
সেবনে পঞ্চতীর্থানি তুলসীভ্যাং নমো নমঃ
।।
তুলসী ত্বং সদা ভক্তা সর্বতীর্থফলং ভবেৎ
।
লেপনাৎ তব মূলঃ সর্বপাপৈ প্রমুচ্যতে
।।
তন্মুলে সর্বতীর্থানি তৎপত্রে সর্বদেবতা
।
তদঙ্গে সর্বপুণ্যানি কৃষ্ণভক্তি প্রদায়িনীং
।।
তুলসী স্নান মন্ত্র…
ওঁ গোবিন্দবল্লভাং দেবিং ভক্তচৈতন্যকারিণীম ।
স্নাপয়ামি জগদ্ধাত্রীং কৃষ্ণভক্তি প্রদায়িনীম
।।
তুলসী চয়ন মন্ত্র…
তুলস্যমৃত নামাসি সদা ত্বং কেশব প্রিয়া
।
কেশবার্থে চিনোমি ত্বাং বরদা ভব শোভনে
।।
তদঙ্গ সম্ভবৈ পত্রৈ পূজয়ামি যথা হরিং
।
তথা কুরু পবিত্রাঙ্গি, কলৌমলবিনাশিনীম্ ।।
চয়ানাদ্ভব দুঃখান্তে যদ্দেবি, হৃদি বর্ততে
।
তৎ ক্ষমস্ব জগন্মাতস্তুলসী
! ত্বাং নমাম্যহম্ ।।
তুলসী অর্ঘ্য মন্ত্র…
শ্রিয়ঃ শ্রিয়ে শ্রিয়াবাসে নিত্যং শ্রীধরং
সৎকৃতে ।
ভক্ত্যা দত্তং ময়া দেবী অর্ঘ্যং গৃহ্ণ নমোহস্তু
তে ।।
গন্ধ পুষ্প দেওয়ার মন্ত্র…
ইদং গন্ধং তুলসীদেব্যৈ নমঃ
।
এতে গন্ধপুষ্পে তুলসীদেব্যৈ নমঃ
।।
পূজান্তে পাঠ্য…
নির্মিতা ত্বং পুরা দেবৈ রচিতা ত্বং সুরাসুরৈঃ
।
তুলসী হর মে পাপং পূজাং গৃহ্ন নমোহস্তুতে
।।
তুলসীর স্তুতি…
মহাপ্রসাদজননী সর্বসৌভাগ্যবর্ধিনী
।
আধিব্যাধিহরা নিত্যং তুলসী ত্বং নমোহস্তু
তে ।।
তুলসীর ধ্যান…
তুলসী সর্বভূতানাং মহাপাতকনাশিনী
।
স্বর্গাপবর্গদে দেবী বৈষ্ণবানাং প্রিয়ে সদা
।।
সত্যে সত্যবতীচৈব ত্রেতায়াং মানবী তথা
।
দ্বাপরে অবতীর্ণাসি বৃন্দা ত্বং তুলসী কলৌ
।।
তুলসীর প্রণাম…
বৃন্দায়ৈ তুলসীদেব্যৈ প্রিয়ায়ৈ কেশবস্য চ
।
কৃষ্ণভক্তিপদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ
।।
যা দৃষ্টা নিখিলাঘ সঙ্খ সমমী স্পষ্টা বপুঃ পাবনী
।
রোগানামভিবন্দিতা নিরসনী সিক্তান্তকত্রাসিনী
।।
প্রত্যাশক্তি বিধায়িনী ভগতবঃ কৃষ্ণস্য সংরোপিতা
।
ন্যস্তাতচ্চরণে বিমুক্তি ফলদাতস্যৈ তুলস্যৈ নমঃ
।।
তুলসী চয়ন নিষিদ্ধ তত্ত্ব…
বিনা স্নানে করে যদি তুলসী চয়ন
।
তাহা দ্বারা করে যদি ভগবৎ অর্চন
।
দেবকর্ম পিতৃকর্ম বিফলে তার যায়
।
পদ্মপূরাণের মতে বর্ণিলাম তায়
।।
দ্বাদশী, সংক্রান্তি, সন্ধ্যা, অমা, পৌর্ণমাসী
।
রাত্রি কালে কখন না তুলিবে তুলসী
।।
যদিস্যাৎ কোন লোক করয়ে চয়ন
।
বিষ্ণু শিরচ্ছেদ পাপ হইবে তখন
।।
তুলসী আরতি…
নমো নমঃ তুলসী কৃষ্ণ - প্রেয়সী ।
রাধাকৃষ্ণ - পদসেবা এই অভিলাষী ।।
যে তোমার শরণ লয়, তার বাঞ্ছা পূর্ণ
হয়,
কৃপা করি' কর তারে বৃন্দাবনবাসী ।
এই নিবেদন ধর, সখীর অনুগত কর,
রাধাকৃষ্ণ - সেবা দিয়া কর নিজদাসী ।।
মোর এই অভিলাষ, বিলাসকুঞ্জে দিও বাস,
নয়নে হেরিব সদা যুগলরূপরাশি ।।
দীন কৃষ্ণদাস কয়, মোর যেন এই হয়,
শ্রীরাধাগোবিন্দ - প্রেমে সদা যেন ভাসি
।।
তুলসী প্রদক্ষিণ মন্ত্র…
যানি কানি চ পাপানি, ব্রহ্মহত্যাদি কানি চ
।
তানি তানি প্রনশ্যন্তি প্রদক্ষিণ পদে পদে
।।
অর্থাৎ,- তুলসী দেবীকে প্রদক্ষিণ করার সময় ব্রম্মহত্যাসহ গুরুতর পাপ সমূহ
পদে পদে বিনষ্ট হয়।
তুলসী মহারানী…
শ্রীহরিকে একটি মাত্র তুলসীপত্র দানে তাঁর যে সন্তোষ লাভ হয় হাজার কলসী অমৃত দানে শ্রীহরির সেরূপ প্রীতি লাভ করেন না । শাস্ত্র প্রমাণে
পৃথিবীতে সাড়ে তিন কোটি তীর্থ আছে । তুলসী তরুমূলে সমস্ত তীর্থ বিরাজ করে । যে মানব তুলসী পত্র রসে সিক্ত অন্ন ভোজন করেন তা অমৃত বলে কথিত হয় । ভগবান বিষ্ণু এই তুলসীপত্র ব্যতীত কোন ভোগবস্তুই গ্রহণ করেন না । বিশ্বব্রম্মাণ্ডে যে দেবীর কোন তুলনা নেই সেই তুলসী । তুলসীরে তুলুন শীরে, তাঁকে যদি আপনি যথোপযুক্ত স্মরণ রাখেন তা হলে মৃত্যুর পর তিনি আপনাকে ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণ পেতে সহায়তা করেন । কেশবপ্রিয়া বৃন্দাদেবী যিনি কৃষ্ণ - ভক্তি প্রদান করেন, সেই সত্যবতী তুলসী দেবীকে আমি বারবার প্রণাম নিবেদন করি। যে মানব প্রতিদিন তুলসী প্রনাম, স্পর্শ, দর্শন, জল দান ও প্রদক্ষিণ সহ এই পাঁচ প্রকার তুলসী সেবা করেন
তাহলে সত্য সত্য তার কৃষ্ণ প্রেম ও শ্রীবৃন্দাবন বাস হয়।
🏵️জয় বৃন্দে🏵️জয় ভক্তিজননী🏵️জয় বৃন্দে🏵️
No comments:
Post a Comment