Saturday, November 30, 2019

শ্রী বংশীবট বিহারিনে নমঃ




''অহে শ্রীনিবাস ! এই যমুনা - নিকট I
পরম - অদ্ভুত - শোভাময় 'বংশীবট' I I

বংশীবট - ছায়া জগতের দুঃখ হরে I
এথা গোপীনাথ সদা আনন্দে বিহরে I I

ভুবনমোহন বেশে সুচারু ভঙ্গিতে I
গোপীগণে আকর্ষয়ে বংশীর স্বনেতে I I''
---ভক্তিরত্নাকর

শ্রীমান রাস রসারম্ভি: বংশীবট তট স্থিতঃ I
কর্ষণ বেনুস্বনেগোপী, গোপীনাথঃ শ্রিয়েস্তুনঃ I I

বৃন্দাবন সৌ বন নহীনন্দগাওঁ সৌ গাওঁ I
 বংশীবট সৌ বট নহী, কৃষ্ণা নাম সৌ নাম I I

 বংশীবট ছাহ মে, পল ভর বিশ্রাম লৈ I
ব্রজ, রজ্ মুখ ডার, শ্রীরাধাশ্যাম বোলরে I I

তেরে হৃদয় বিচ হোয়গো পরম প্রানন্দ I
প্রাবেগী তরঙ্গ মে উমঙ্গ কি কিলোলরে I I

বংশীবট লতন মে, ঠাডো  ব্রজরাজ্ কুঁয়র I
দেখ মন বাবরে,জ্ঞান চক্ষু খোলরে I I

যুগল বর রাস কিয়ো,অনন্ত গোপী সঙ্গ I
তাহি কে প্রসঙ্গ কৌ ঠৌর অনমোলরে I I














Tuesday, November 26, 2019


শ্রীরাধা - ভজন - মহিমা - কীর্ত্তন

রাধা- ভজনে যদি মতি  নাহি ভেলা I
কৃষ্ণভজন তব অকারণে গেলা I I

আতপ - রহিত সুরয় নাহি জানি I
রাধা - বিরহিত মাধব নাহি মানি I I

কেবল মাধব পূজয়ে,সো অজ্ঞানী I
রাধা - অনাদর করই অভিমানী I I

কবহি নাহি করবি তাঁকর সঙ্গ I
চিত্তে ইচ্ছাসি যদি ব্রজরসরঙ্গ I I

রাধিকা - দাসী যদি হোয় অভিমান I
শীঘ্রহি  মিলই তব গোকুল - কান I I

ব্রহ্মা,শিব,নারদ,শ্রুতি,নারায়ণী I
রাধিকা - পদরজ পূজয়ে মানি I I

উমা,রমা,সত্যা,শচি,চন্দ্রা,রুক্মিণী I
রাধা - অবতার সবে,---আম্নায় - বাণী I I

হেন রাধা - পরিচর্য্যা জাঁকর ধন I
ভকতিবিনোদ তাঁর মাগয়ে চরণ I I

Saturday, November 23, 2019


শ্রী কালিয়া কৃষ্ণদাস
(তিরোভাব)

‘’প্রসিদ্ধ কালিয়া-কৃষ্ণদাস ত্রিভুবনে I
গৌরচন্দ্র লভ্য হয় যাঁহার স্মরণে II’’

‘কালঃ শ্ৰীকৃষ্ণদাস: যো লবঙ্গঃ সখা ব্রজে I’

ইনি দ্বাদশগোপালের অন্যতম শ্রীলবঙ্গসখা I ইহার শ্রীপাট আকাইহাট গ্রামে  I গ্রামটি বৰ্দ্ধমান জেলার কাটোয়া থানা ডাক-ঘরের অন্তর্গত,নবদ্বীপ কাটোয়া রাস্তার পার্শ্বে  I কাটোয়া স্টেশন হইতে দুই মাইল  অথবা দাঁইহাট স্টেশন হইতে এক মাইল দূরে অবস্থিত I এই শ্রীপাটে কালা-কৃষ্ণদাস ঠাকুরের নূপুরকুণ্ড বিদ্যমান  I কাহারও মতে খণ্ডবাসী ভক্ত শ্রীমুকুন্দের পুত্র শ্রীরঘুনন্দন ঠাকুরের,কাহারও মতে   শ্রীমন্নিত্যনন্দ প্রভুর নুপুর উক্ত কুণ্ডে পতিত হইয়াছিল  I

শ্রীল ভক্তিসিদ্দান্ত সরস্বতী  গোস্বামী ঠাকুর শ্রী চৈতন্যচরিতামৃতে অনুভাষ্যে লিখিয়াছেন ---

'পাবনা জেলান্তর্গত সুপ্রসিদ্দ বেড়াবন্দরের প্রায় মাইল পশ্চিমে ইচ্ছামতী নদীর উত্তরতীরে 'সোনাতলা'-গ্রামনিবাসী  'গোস্বামী' মহাশয়গনের  মতে - কালা-কৃষ্ণদাস ঠাকুর বারেন্দ্রশ্রেণীর ব্রাহ্মণ-কুলোদ্দ্ভূত ভরদ্বাজ -গোত্র এবং ভাদড়গ্রামী  I আকাইহাট হইতে কালা-কৃষ্ণদাস ঠাকুর হরিনাম প্রচার উপলক্ষে পাবনায় আগমন করেন I যে -স্থানে তিনি আশ্রম করেন,সেই মাঠে এখনও গৃহাদির ভগ্ন-চিহ্ন আছে  I পরে স্থানে তাঁহার জ্ঞাতিগনও আগমন করেন  I আকাইহাটে বারেন্দ্র - ব্রাহ্মণ না থাকায় তিনি এই দেশেই বিবাহ করেন এবং কিছুদিন পরে  তিনি পুনরায় আকাইহাটে শ্রীবৃন্দাবনে গমন করেন  I’

ইহাঁর দুইপুত্র 'শ্রীমোহনদাস' 'শ্রীগৌরাঙ্গদাস' অথবা অপর নাম শ্রীবৃন্দাবনদাস I ইহাঁর বংশধরগন এখনও পাবনা জেলায় সোনাতলা গ্রামে আছেন  I সোনাতলা গ্রামে কৃষ্ণা-দ্বাদশী তিথিতে কালা - কৃষ্ণদাস ঠাকুরের তিরোভাব উৎসব অনুষ্টিত হয়  I ইহাঁর সেবিত বিগ্রহের নাম শ্রীকালাচাঁদ জীউ I সোনাতলায় শ্রীপাটের ভিটা,মন্দিরের ইট পুষ্করিণীর ঘাট আজও দৃষ্ট হয়  I

''রাটে যাঁর জন্ম কৃষ্ণদাস দ্বিজবর I
শ্রীনিত্যানন্দের তিহো পরম-কিঙ্কর  II

কালা - কৃষ্ণদাস  * বড় বৈষ্ণব প্রধান I
নিত্যানন্দচন্দ্র বিনা নাহি জানে আন II’’

শ্রী জাহ্নবাদেবীর নবদ্বীপ হইতে কাটোয়ায় আগমনকালে ভক্তগনের মধ্যে অন্যতম সঙ্গী ছিলেন কালাকৃষ্ণাদাস I ‘আকাইহাটের কৃষ্ণদাসদি সহিত .কন্টকনগরে সবে হেলা উপনীত  II’

🌳🌴🦚💐🏵️🌺🌷🌺🏵️💐🦚🌴🌳 🌷 শ্রীচৈতন্যমহাপ্রভুর   আবির্ভাব লীলা 🌷 🌳🌴🦚💐🏵️🌺🌷🌺🏵️💐🦚🌴🌳 শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তঃ সকল...