Tuesday, November 26, 2019


শ্রীরাধা - ভজন - মহিমা - কীর্ত্তন

রাধা- ভজনে যদি মতি  নাহি ভেলা I
কৃষ্ণভজন তব অকারণে গেলা I I

আতপ - রহিত সুরয় নাহি জানি I
রাধা - বিরহিত মাধব নাহি মানি I I

কেবল মাধব পূজয়ে,সো অজ্ঞানী I
রাধা - অনাদর করই অভিমানী I I

কবহি নাহি করবি তাঁকর সঙ্গ I
চিত্তে ইচ্ছাসি যদি ব্রজরসরঙ্গ I I

রাধিকা - দাসী যদি হোয় অভিমান I
শীঘ্রহি  মিলই তব গোকুল - কান I I

ব্রহ্মা,শিব,নারদ,শ্রুতি,নারায়ণী I
রাধিকা - পদরজ পূজয়ে মানি I I

উমা,রমা,সত্যা,শচি,চন্দ্রা,রুক্মিণী I
রাধা - অবতার সবে,---আম্নায় - বাণী I I

হেন রাধা - পরিচর্য্যা জাঁকর ধন I
ভকতিবিনোদ তাঁর মাগয়ে চরণ I I

No comments:

Post a Comment

🌳🌴🪴🌲🦚🍁💐🏵️🌺🌷🌺🏵️💐🍁🦚🌲🪴🌴🌳 🌻🌼 শ্রীবলরামের রাসযাত্রা 🌹 শ্রীকৃষ্ণের বসন্তরাস 🌼🌻 🌳🌴🪴🌲🦚🍁💐🏵️🌺🌷🌺🏵️💐🍁🦚🌲🪴...