Tuesday, November 19, 2019


পরম দুর্লভ মানব জনম


কৃষ্ণ নামে কাঙ্গাল হবো মনে ছিলো আশা l

বৃথা সময় পেরিয়ে এখন ভক্তি ভাসা ভাসা ll


শৈশব কৈশোর  পেরিয়ে এখন যৌবনের শেষ l
এখনও যে হলোনা পাওয়া সেই ভক্তি বেস ll


আসা -যাওয়াই সার হলো মোর এই জনমেতে l
বৃথা আশায় ঘুরে মরলাম সাধের ভবেতে ll


ক্ষুদা-তৃষ্ণা-কামনা ছাড়া বুঝতামনাতো কিছু l
বুঝিনি কখন এসে দাড়িয়েছে মরন পিছুপিছু ll


ফালতু ভাবনায় সময় পেরিয়ে এখন বসে ভাবি l
গোবিন্দ নাম না জপে আজ নেইযে ভক্তের দাবি ll


কৃষ্ণ কৃষ্ণ বলিতে মন চায়নাযে কিছুতেই l
ব্যস্ত যে মন সদাই জাগো কুকথা বলিতেই ll


কৃষ্ণ নাম পরম ধন মুক্তির চাবিকাঠি l
কৃষ্ণ বিনা মিছে যে হয় সকল পরিপাটি ll


কৃষ্ণ হলো জীব কুলের অমূল্য রতন l
তাইতো কৃষ্ণে মন-প্রান করহ যতন ll


জয় শ্রীকৃষ্ণ ! হরি বোল !










No comments:

Post a Comment

🌳🌴🪴🌲🦚🍁💐🏵️🌺🌷🌺🏵️💐🍁🦚🌲🪴🌴🌳 🌻🌼 শ্রীবলরামের রাসযাত্রা 🌹 শ্রীকৃষ্ণের বসন্তরাস 🌼🌻 🌳🌴🪴🌲🦚🍁💐🏵️🌺🌷🌺🏵️💐🍁🦚🌲🪴...