Saturday, November 23, 2019


শ্রী কালিয়া কৃষ্ণদাস
(তিরোভাব)

‘’প্রসিদ্ধ কালিয়া-কৃষ্ণদাস ত্রিভুবনে I
গৌরচন্দ্র লভ্য হয় যাঁহার স্মরণে II’’

‘কালঃ শ্ৰীকৃষ্ণদাস: যো লবঙ্গঃ সখা ব্রজে I’

ইনি দ্বাদশগোপালের অন্যতম শ্রীলবঙ্গসখা I ইহার শ্রীপাট আকাইহাট গ্রামে  I গ্রামটি বৰ্দ্ধমান জেলার কাটোয়া থানা ডাক-ঘরের অন্তর্গত,নবদ্বীপ কাটোয়া রাস্তার পার্শ্বে  I কাটোয়া স্টেশন হইতে দুই মাইল  অথবা দাঁইহাট স্টেশন হইতে এক মাইল দূরে অবস্থিত I এই শ্রীপাটে কালা-কৃষ্ণদাস ঠাকুরের নূপুরকুণ্ড বিদ্যমান  I কাহারও মতে খণ্ডবাসী ভক্ত শ্রীমুকুন্দের পুত্র শ্রীরঘুনন্দন ঠাকুরের,কাহারও মতে   শ্রীমন্নিত্যনন্দ প্রভুর নুপুর উক্ত কুণ্ডে পতিত হইয়াছিল  I

শ্রীল ভক্তিসিদ্দান্ত সরস্বতী  গোস্বামী ঠাকুর শ্রী চৈতন্যচরিতামৃতে অনুভাষ্যে লিখিয়াছেন ---

'পাবনা জেলান্তর্গত সুপ্রসিদ্দ বেড়াবন্দরের প্রায় মাইল পশ্চিমে ইচ্ছামতী নদীর উত্তরতীরে 'সোনাতলা'-গ্রামনিবাসী  'গোস্বামী' মহাশয়গনের  মতে - কালা-কৃষ্ণদাস ঠাকুর বারেন্দ্রশ্রেণীর ব্রাহ্মণ-কুলোদ্দ্ভূত ভরদ্বাজ -গোত্র এবং ভাদড়গ্রামী  I আকাইহাট হইতে কালা-কৃষ্ণদাস ঠাকুর হরিনাম প্রচার উপলক্ষে পাবনায় আগমন করেন I যে -স্থানে তিনি আশ্রম করেন,সেই মাঠে এখনও গৃহাদির ভগ্ন-চিহ্ন আছে  I পরে স্থানে তাঁহার জ্ঞাতিগনও আগমন করেন  I আকাইহাটে বারেন্দ্র - ব্রাহ্মণ না থাকায় তিনি এই দেশেই বিবাহ করেন এবং কিছুদিন পরে  তিনি পুনরায় আকাইহাটে শ্রীবৃন্দাবনে গমন করেন  I’

ইহাঁর দুইপুত্র 'শ্রীমোহনদাস' 'শ্রীগৌরাঙ্গদাস' অথবা অপর নাম শ্রীবৃন্দাবনদাস I ইহাঁর বংশধরগন এখনও পাবনা জেলায় সোনাতলা গ্রামে আছেন  I সোনাতলা গ্রামে কৃষ্ণা-দ্বাদশী তিথিতে কালা - কৃষ্ণদাস ঠাকুরের তিরোভাব উৎসব অনুষ্টিত হয়  I ইহাঁর সেবিত বিগ্রহের নাম শ্রীকালাচাঁদ জীউ I সোনাতলায় শ্রীপাটের ভিটা,মন্দিরের ইট পুষ্করিণীর ঘাট আজও দৃষ্ট হয়  I

''রাটে যাঁর জন্ম কৃষ্ণদাস দ্বিজবর I
শ্রীনিত্যানন্দের তিহো পরম-কিঙ্কর  II

কালা - কৃষ্ণদাস  * বড় বৈষ্ণব প্রধান I
নিত্যানন্দচন্দ্র বিনা নাহি জানে আন II’’

শ্রী জাহ্নবাদেবীর নবদ্বীপ হইতে কাটোয়ায় আগমনকালে ভক্তগনের মধ্যে অন্যতম সঙ্গী ছিলেন কালাকৃষ্ণাদাস I ‘আকাইহাটের কৃষ্ণদাসদি সহিত .কন্টকনগরে সবে হেলা উপনীত  II’

No comments:

Post a Comment

🌳🌴🪴🌲🦚🍁💐🏵️🌺🌷🌺🏵️💐🍁🦚🌲🪴🌴🌳 🌻🌼 শ্রীবলরামের রাসযাত্রা 🌹 শ্রীকৃষ্ণের বসন্তরাস 🌼🌻 🌳🌴🪴🌲🦚🍁💐🏵️🌺🌷🌺🏵️💐🍁🦚🌲🪴...