Saturday, November 30, 2019

শ্রী বংশীবট বিহারিনে নমঃ




''অহে শ্রীনিবাস ! এই যমুনা - নিকট I
পরম - অদ্ভুত - শোভাময় 'বংশীবট' I I

বংশীবট - ছায়া জগতের দুঃখ হরে I
এথা গোপীনাথ সদা আনন্দে বিহরে I I

ভুবনমোহন বেশে সুচারু ভঙ্গিতে I
গোপীগণে আকর্ষয়ে বংশীর স্বনেতে I I''
---ভক্তিরত্নাকর

শ্রীমান রাস রসারম্ভি: বংশীবট তট স্থিতঃ I
কর্ষণ বেনুস্বনেগোপী, গোপীনাথঃ শ্রিয়েস্তুনঃ I I

বৃন্দাবন সৌ বন নহীনন্দগাওঁ সৌ গাওঁ I
 বংশীবট সৌ বট নহী, কৃষ্ণা নাম সৌ নাম I I

 বংশীবট ছাহ মে, পল ভর বিশ্রাম লৈ I
ব্রজ, রজ্ মুখ ডার, শ্রীরাধাশ্যাম বোলরে I I

তেরে হৃদয় বিচ হোয়গো পরম প্রানন্দ I
প্রাবেগী তরঙ্গ মে উমঙ্গ কি কিলোলরে I I

বংশীবট লতন মে, ঠাডো  ব্রজরাজ্ কুঁয়র I
দেখ মন বাবরে,জ্ঞান চক্ষু খোলরে I I

যুগল বর রাস কিয়ো,অনন্ত গোপী সঙ্গ I
তাহি কে প্রসঙ্গ কৌ ঠৌর অনমোলরে I I














No comments:

Post a Comment

🌳🌴🪴🌲🦚🍁💐🏵️🌺🌷🌺🏵️💐🍁🦚🌲🪴🌴🌳 🌻🌼 শ্রীবলরামের রাসযাত্রা 🌹 শ্রীকৃষ্ণের বসন্তরাস 🌼🌻 🌳🌴🪴🌲🦚🍁💐🏵️🌺🌷🌺🏵️💐🍁🦚🌲🪴...