Sunday, December 1, 2019


উড়ন ষষ্ঠী  ব্রত কথা

গদাধর - পণ্ডিতে তিহো পুনঃ মন্ত্র দিল I
উড়ন - ষষ্ঠীর দিনে যাত্রা যে দেখিল I I

পুণ্ডরীক বিদ্যানিধি, গদাধর পণ্ডিতকে দ্বিতীয়বার মন্ত্র  দিল এবং উড়ন ষষ্ঠীর   ব্রতর  দিন গদাধর পণ্ডিত এই উৎসব দেখিয়াছিলেন I
অগ্রহায়ণ মাসের শুক্লাষষ্ঠী কে  'উড়ন ষষ্ঠীবলা হয় I সেইদিন জগন্নাথদেবের অঙ্গে নতুন শীতবস্ত্র দেওয়া হয় I সেই শীতবস্ত্র  'মাড়ুয়া' বসন অর্থাৎ তন্তুবায়ের মাডযুক্ত অধৌত বসন I দেবতাকে  'মাড়ুয়া' বসন দেওয়ায় পুণ্ডরীক বিদ্যানিধি সে সম্বন্ধে একটু  'খুঁটিনাটিপ্রকাশপূর্বক উৎকল ভক্তদিগের প্রতি কিঞ্চিৎ ঘৃণা প্রকাশ করায়,তাহার উপযুক্ত ফল লাভ করিয়া ছিলেন I

No comments:

Post a Comment

🌳🌴🪴🌲🦚🍁💐🏵️🌺🌷🌺🏵️💐🍁🦚🌲🪴🌴🌳 🌻🌼 শ্রীবলরামের রাসযাত্রা 🌹 শ্রীকৃষ্ণের বসন্তরাস 🌼🌻 🌳🌴🪴🌲🦚🍁💐🏵️🌺🌷🌺🏵️💐🍁🦚🌲🪴...