Saturday, December 28, 2019

শ্রীল জগদীশ পণ্ডিত
(তিরোভাব)
''অপরে  যজ্ঞপত্নৌ  শ্রীজগদীশ  হিরণ্যকো I
একাদশ্যাং যয়োরন্নং প্রাথয়িত্বাহযসৎ প্রভুঃ II’’

‘’আসীদ ব্রজে চন্দ্রহাসো নর্ত্তকো রসকোবিদঃ I
সোহয়ং নৃত্যবিনোদী শ্রীজগদীশখ্যঃ পণ্ডিতঃ I I’’

আজ বৈষ্ণব ঠাকুর শ্রীল জগদীশ পণ্ডিত প্রভুর তিরোভাব I শ্রীকৃষ্ণ লীলায় যাঁহারা  যাজ্ঞিক ব্রাহ্মণপত্নী ছিলেন,তাঁহারাই শ্রীজগদীশ পণ্ডিত শ্রীহিরণ্য পণ্ডিতরূপে গৌরলীলা পুষ্টির জন্য আবির্ভূত হইয়াছেন I ব্রজে রসকোবিদচন্দ্রহাস নর্ত্তকরূপেও শ্রীজগদীশ পণ্ডিত প্রভুর পূর্ব্বলীলার পরিচয় প্রদত্ত হইয়াছে I ইনি শ্রীচৈতন্যশাখা নিত্যানন্দশাখা - উভয় শাখায় গণিত হন I


No comments:

Post a Comment

🦚💐🏵 ️ 🌺🌷🌺🏵 ️ 💐🦚 🍁🌻🌷 চাতুর্মাস্য ব্রত 🌷🍁 🦚💐🏵 ️ 🌺🌷🌺🏵 ️ 💐🦚 শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তঃ সকল সাধু , গুরু , ব...