Tuesday, December 24, 2019

কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনাম।।
নদীয়া নগরে শচীমাতার ঘরে,
                                     উদয় হলো নিমাই চাঁদ I I
কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনাম।।

হরি নাম ভজ নাম জপ নাম করো সার I
হরিনামে ভাসাও তরী হয়ে যাবে পার।।

হরিনামে মাতোয়ারা ও …….
হরিনামে মাতোয়ারা সারা ব্রজধাম।
কে আনিল রে কোথায় ছিল রে মধু মাখা হরিনাম।।

যতো পাপী-তাপী তরে গেল এই হরিনামে I
মুখে বলো হরিনাম শ্রবণ করো কানে।।

হরিনামে আছে সুধা ও ………
হরিনামে আছে সুধা অমৃত সমান।
কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনাম।।

বিজয় ধীবর বলছে হরিনাম ছাড়া গতি নাই I
প্রেমানন্দে বাহু তুলে হরি বলো ভাই।।

হরি নামের জলে ডুব দিলে ও ………
হরি নামের জলে ডুব দিলে জুড়ায় মনপ্রাণ
কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনাম।।

নদীয়া নগরে শচীমাতার ঘরে,
                                    উদয় হলো নিমাই চাঁদ I I
কে আনিল রে কোথায় ছিল রে,
                                            মধু মাখা হরিনাম।।
মধু মাখা হরিনাম…..

No comments:

Post a Comment

🦚💐🏵 ️ 🌺🌷🌺🏵 ️ 💐🦚 🍁🌻🌷 চাতুর্মাস্য ব্রত 🌷🍁 🦚💐🏵 ️ 🌺🌷🌺🏵 ️ 💐🦚 শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তঃ সকল সাধু , গুরু , ব...