Tuesday, December 17, 2019


গৃহস্থবৈষ্ণবের কতিপয় সাধারণ কর্তব্য আচার

(
সাধারণ গৃহস্থ ভক্তগণের উদ্দেশ্যে  নিম্নলিখিত বৈষ্ণবাচার সমূহ শাস্ত্রে উল্লিখিত হইয়াছে। শ্রীহরিভক্তিবিলাসধৃত বিষ্ণুপুরাণাদি শাস্ত্র-বচন সমূহ হইতে সংগৃহীত হইল।)

দেবতা, গো, ব্রাহ্মণ সিদ্ধগণকে এবং গুরুবর্গকে অর্চনা করিবেন ।
সর্বদা পবিত্র বস্ত্র পরিধান করিবেন I
পরিচ্ছন্ন কেশ মনোহর বেশ ধারণ করিবেন I
কিঞ্চিৎ মাত্রও পরধন হরণ করিবেন না I
অল্প পরিমাণেও অপ্রিয় বাক্য বলিবেন  না I
মিথ্যা বাক্য প্রিয় হলেও বলিবেন  না I
পরের দোষ কীর্তন করিবেন  না I
কাহারও সহিত শত্রুতা করিবেন  না I
ভগ্ন যানে আরোহন করিবেন  না I
বিদ্বেষপ্রাপ্ত, পতিত, উন্মত্ত, বহুলোকের সহিত শত্রুতা-বিশিষ্ট, অতিশয় কীটতুল্য পীড়ক, অসতী, অসতীর পতি, মিথ্যাবাদী, অতিশয় ব্যয়শীল, পরদারা-রত শঠ এই সকল মনুষ্যের সহিত মিত্রতা করিবেন  না।
দন্তে দন্তে ঘর্ষণ করিবেন না I
মুখ আবরণ না করিয়া হাই তুলিবেন না I
উচ্চহাস্য করিবেন না I
শব্দ সহকারে অধোবায়ু ত্যাগ করিবেন না I
নখ দ্বারা ভূমিতে  লিখবেন না I
দন্ত দ্বারা শ্মশ্রু বা নখ দিয়ে লোম ছেদন করিবেন না I
অমেধ্য অমঙ্গল দ্রব্যের প্রতি দৃষ্টিপাত করিবেন না I
শব দেখিয়া হুঙ্কার করিবেন না I
শব গন্ধকে নিন্দা করিবেন না I
পূজ্যদেব, ব্রাহ্মণ প্রদীপের ছায়া অতিক্রম করিবেন না I
অতিশয় জাগরণ, অতিশয় নিদ্রা, অতি উচ্চ আসন, অধিকক্ষণ শয্যায় অবস্থান অতিশয় ব্যায়াম বর্জন করিবেন I
দংষ্ট্রী শৃঙ্গী জন্তুকে দূরে বর্জন করিবেন I
নগ্ন হইয়া স্নান শয়ন করিবেন না বা কিছু স্পর্শ করিবেন না।
মুক্ত হস্তে আচমন দেবাদির পূজা করিবেন না।
স্নানের পর আর্দ্র কেশ কম্পিত করিবেন না।
দাঁড়াইয়া আচমন  করিবেন না।
পদের দ্বারা পদ আক্রমণ  করিবেন না।
পূজ্যগণের সম্মুখে পদ প্রসারণ করিবেন না। 
দণ্ডায়মান হইয়া মল-মূত্র ত্যাগ  করিবেন না।
শ্লেষ্মা, বিষ্ঠা মূত্র রক্ত কদাচ লঙ্ঘন করিবেন না।
ভোজনকালে থুথু শ্লেষ্মা ত্যাগ  করিবেন না।
স্ত্রীলোকগণকে অপমান বিশ্বাস  করিবেন না।
স্ত্রী লোকদিগের প্রতি ঈর্ষা করিবেন না।
বৃষ্টি রৌদ্রে ছত্র ধারণ  করিবেন
শরীর রক্ষার্থে সর্বদা পাদুকা পরিধান করিয়া গমন  করিবেন।
উর্ধ্বে, বক্রভাবে দূরে নিরীক্ষণ করিতে করিতে ভ্রমণ করিবেন না I
প্রিয় বাক্য অহিতকর হইলে তাহা বলিবে ন না I
হিতকর বাক্য অপ্রিয় হইলেও বলিবেন I
শ্রাদ্ধ, ব্রত, জপ, দান, দেবতার্চন, যজ্ঞ তর্পণকারীকে অভিবাদন করিবে না।
অসৎ শাস্ত্র, অসৎ এর সহিত বাস অসৎ-সেবা বর্জন করিবেন।
রজস্বলা স্ত্রীর দর্শন, স্পর্শন তাহার সহিত সম্ভাষণ বর্জন করিবেন।
ব্রাহ্মণ, ক্ষুধাদি-পীড়িত, রুগ্ন, অধিক বিদ্বান, অন্তঃসত্তা, ভার বাহক বৈষ্ণব এই সকল লোককে পথ দিবেন।
মূর্খ, উম্মত্ত, বিপদগ্রস্ত, বিরূপ, ধূর্ত, অঙ্গহীন অধম এই সকল লোককে উপহাস করিবেন না বা ইহাদের প্রতি দোষারোপ করিবেন  না।
পরকে  দণ্ড দেবেন  না I
পুত্র শিষ্যকে শিক্ষার্থ দণ্ড দিবেন।
অঙ্গুলি দ্বারা জলপান করিবেন না I
পাকার্থ অগ্নিতে মুখ দ্বারা ফুঁ দেবেন  না
হস্ত পদ দ্বারা জলে আঘাত করিবে না I
ইষ্টক ফল দ্বারা  ফলে আঘাত করিবে না I
ম্লেচ্ছ-ভাষা শিক্ষা করিবেন না I
চরণ দ্বারা আসন আকর্ষণ করিবেন না I
ক্রোড়ে ভক্ষ্য দ্রব্য রাখিয়া ভক্ষণ করিবেন না।
পদ প্রক্ষালন করিবেন
অগ্নিতে পদদ্বয় উত্তপ্ত  করিবেন না।
কাংস্য পাত্রে পা দেবেন  না
জলে নিষ্ঠীবন (অধবায়ু) ত্যাগ করিবেন না I
উচ্ছিষ্ট হইয়া গো, ব্রাহ্মণ অগ্নি স্পর্শ করিবেন না I
অগ্নি লঙ্ঘন করিবেন না।
পশু, সর্প পক্ষিগণকে পরস্পর যুদ্ধ করাইবেন না I
বস্ত্র দ্বারা বীজন করিবেন না I
দেব মন্দিরে শয়ন করিবেন না I
অগ্নি, গো, এবং ব্রাহ্মণাদির মধ্য  দিয়ে গমন করিবেন না I
দুগ্ধের সহিত লবণ ভক্ষণ করিবেন না।
(
ইতি সংক্ষিপ্ত সাধারণ কর্তব্য আচার সম্পূর্ণ)


No comments:

Post a Comment

🌳🌴🪴🌲🦚🍁💐🏵️🌺🌷🌺🏵️💐🍁🦚🌲🪴🌴🌳 🌻🌼 শ্রীবলরামের রাসযাত্রা 🌹 শ্রীকৃষ্ণের বসন্তরাস 🌼🌻 🌳🌴🪴🌲🦚🍁💐🏵️🌺🌷🌺🏵️💐🍁🦚🌲🪴...