Monday, December 23, 2019

শ্রীল মহেশ পণ্ডিত
(তিরোভাব)
''মহেশ পণ্ডিতঃ শ্রীমন্মহাবাহুব্রজে সখা I’’  ইনি দ্বাদশগোপালের অন্যতম 'মহাবাহুসখা I' ইঁহার শ্রীপাটে প্রথমে জিরাটের পূর্ব্বপারে মসিপুরে ছিল I মসিপুরগঙ্গাগৰ্ভগত হইলে তথা হইতে শ্রীপাট সুখসাগরের নিকটবর্ত্তী বেলে - ডাঙ্গায় স্থানান্তরিত হয় I গঙ্গার ভাঙ্গনে বেলেডাঙ্গারও শ্রীপাট গঙ্গাগর্ভগত হইলে উহা ১৩৩৪ বঙ্গাব্দে পালপাড়ায় অবস্থিত হয় I পালপাড়া পাঁচনগর পরগণার অন্তর্গত I''সর্ব্বশেষ শ্রীপাট চাকদহের নিকট কাঁঠাল পুলিতে স্থানান্তরিত হয় I''
                                                                                       ---শ্রীল  প্রভুপাদের অনুভাষ্য
ইনি শ্রীচৈতন্যশাখা শ্রীনিত্যানন্দশাখা এই উভয় শাখায় গণিত হন I কেহ কেহ বলেন মহেশ পণ্ডিত যশড়া শ্রীপাটের  শ্রীজগদীশ পণ্ডিতের কনিষ্ঠ ভ্রাতা I তাঁহার তিন ভাই যথা জগদীশ,হিরণ্য মহেশ I

শ্রীমহেশ পণ্ডিত শ্রীমন্নিত্যানন্দ প্রভুর সহিত পানিহাটী মহোৎসবে যোগদান করিয়াছিলেন এবং উৎসবান্তে শ্রীমন্নিত্যানন্দ প্রভুর সহিত সপ্তগ্রামেও গিয়াছিলেন I শ্রীল নরোত্তম ঠাকুর যে সময়ে খড় দহে আসিয়াছিলেন,সেই সময় মহেশ পণ্ডিত তথায় উপস্থিত ছিলেন I

''মহেশ পণ্ডিত আসি অতিশয় স্নেহে I
নরোত্তম বিদায় করিয়া স্থির নহে I I’’

শ্রীমন্নিত্যানন্দ প্রভু যেমন পতিতপাবন উদার ছিলেন,তদ্রুপ শ্রীনিত্যানন্দ পার্ষদ মহেশ পণ্ডিতও অত্যন্ত উদার পতিতপাবন হইয়া জীবোদ্ধার সাধন করিয়াছিলেন  I তিনি কৃষ্ণ প্রেমে উন্মত্ত হইয়া নৃত্য করিতেন I

''মহেশ পণ্ডিত - ব্রজের উদার গোপাল I
ঢক্কাবাদ্যে নৃত্য করে প্রেমে মাতোয়াল I I’’

শ্রীচৈতন্য ভাগবতেও শ্রীমহেশ পণ্ডিতের কথা বর্ণিত আছে I''মহেশ পণ্ডিত অতি পরম মহন্ত I’’
শ্রীপাটের মন্দিরটী সামান্য গৃহাকারে বর্ত্তমান I জীর্ণ মন্দিরে শ্রীগৌর - নিত্যানন্দ মূর্ত্তি I শ্রীগোপীনাথ,শ্রীমদনমোহন,শ্রীরাধাগোবিন্দ শালগ্রাম বিরাজিত I মন্দিরের সম্মুখে মহেশ পণ্ডিতের ফুলসমাজ বেদি I

পৌষী কৃষ্ণাত্রয়োদশী তিথিতে শ্রীমহেশ পণ্ডিত তিরোধান লীলা করেন  I



No comments:

Post a Comment

🌳🌴🪴🌲🦚🍁💐🏵️🌺🌷🌺🏵️💐🍁🦚🌲🪴🌴🌳 🌻🌼 শ্রীবলরামের রাসযাত্রা 🌹 শ্রীকৃষ্ণের বসন্তরাস 🌼🌻 🌳🌴🪴🌲🦚🍁💐🏵️🌺🌷🌺🏵️💐🍁🦚🌲🪴...