Monday, December 16, 2019



বিরহ-অষ্টাষ্টক

জীবের দরদ-দুঃখী শ্রীল প্রভুপাদ।
বিরহ-বাসরে তব হেরি অবসাদ॥১॥

আবদ্ধ করুণা-সিন্ধু কাটিয়া মোহান।
নিত্যানন্দ করেছিল প্রেমবন্যা দান॥২॥

যাদের কবলে ছিল স্রোত প্রবাহিতে।
তাদের বাধিল মায়া ব্রত পর-হিতে॥৩॥

জাতি-গোঁসাই নামে তারা প্রবাহ বাধিল।
আপনি আসিয়া প্রভু মুহানা খুলিল॥৪॥

প্রেমের বন্যায় আবার ডুবাল সবারে।
মো-হেন দীন-হীন পতিত-পামরে॥৫॥

মহাপ্রভুর আজ্ঞা-বলে সেবক সবারে।
গুরুরূপে পাঠালে জীবের দ্বারে দ্বারে॥৬॥

আসমুদ্র হিমাচল সর্বত্র প্রচার।
তোমার বিরহে আজ সব অন্ধকার॥৭॥

জীবের দরদ-দুঃখী শ্রীল প্রভুপাদ।
বিরহ-বাসরে তব হেরি অবসাদ॥৮॥





No comments:

Post a Comment

🦚💐🏵 ️ 🌺🌷🌺🏵 ️ 💐🦚 🍁🌻🌷 চাতুর্মাস্য ব্রত 🌷🍁 🦚💐🏵 ️ 🌺🌷🌺🏵 ️ 💐🦚 শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তঃ সকল সাধু , গুরু , ব...