Saturday, October 16, 2021

🌳🦚💐🏵️🌺🌷🌺🏵️💐🦚🌳

💐🌻শ্রীদামোদর ব্রত মাহাত্ম্য🌻💐

🌳🦚💐🏵️🌺🌷🌺🏵️💐🦚🌳

শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তঃ

সকল সাধু,গুরু,বৈষ্ণব গৌর ভক্তবৃন্দের শ্রীচরণে আমার অনন্ত কোটি সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণাম I আজ থেকে উর্জ্জাব্রত, দামোদর ব্রত, কার্ত্তিক ব্রত বা নিয়মসেবা ব্রত আরম্ভ উপলক্ষে সবাইকে জানাই  কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। যাঁহারা কৃষ্ণকৃপা কৃষ্ণভক্তি লাভ করতে চান - তাঁহারা অবশ্যই এই ব্রত পালন করিবেন।

 

হরে কৃষ্ণ, আজ ১৬/১০/২০২১ ইং রোজ - শনিবার পাশাঙ্কুশা একাদশী I

(পারণ - পরদিন পূর্ব্বাহ্ন ০৯/ ২৮ মিঃ মধ্যে একাদশীর পারণ)

 

কার্ত্তিকব্রত বা দামোদর ব্রতের নিত্বত্যতা স্কন্দপুরাণে ব্ৰহ্ম নারদকে বলিতেছেন -

দুষ্প্রাপ্যং প্রাপ্য মনুষ্যং কার্ত্তিকোংচরেন্ন হি

ধৰ্মং ধর্মভৃতাং শ্রেষ্ঠ মাতৃপিতৃঘাতকঃ ।।

হে ধাৰ্মিক শ্রেষ্ঠ, যে ব্যক্তি দুষ্প্রাপ্য মনুষ্যত্বকে প্রাপ্ত হইয়া কার্ত্তিকোক্ত ধর্ম আচরণ না করে সে পিতৃমাতৃ হত্যার ন্যায় পাতকী হয়

 

কার্ত্তিকোহস্মিন্ বিশেষেণ নিত্যং কুৰ্ব্বীত বৈষ্ণবঃ

দামোদরাচ্চনং প্রাতঃস্নানাদানব্রতাদিকং ৷ ৷

বৈষ্ণব ব্যক্তি বিশেষ করিয়া এই কার্ত্তিক মাসে নিত্য দামোদরের অর্চন,  প্রাতঃস্নান ব্রত প্রভৃতি কাৰ্য্য সমুদয় করিবেন

 

ব্রতন্তু কার্ত্তিকে মাসে যদা কুরুতে গৃহী

ইষ্টাপূৰ্ত্তং বৃথা তস্য যাবদাহূতনারকী ।।

গৃহস্থ মনুষ্য যদি কার্ত্তিক মাসে ব্রত না করে , তাহা হইলে তাহার ইষ্টাপূর্তকৰ্ম্ম বিফল হইবে এবং সে মহাপ্রলয় পৰ্য্যন্ত নরকে বাস করিবে।

সংপ্রাপ্তে কার্ত্তিকে মাসে দ্বিজো ব্রতপরান্মুখঃ।

ভবন্তি বিমুখাঃ সর্বে তস্য দেবাঃ বাসবাঃ ।।

কার্ত্তিক মাস উপস্থিত হইলে যদি কোন ব্রাহ্মণ ব্রত - পরান্মুখ হন তাহা হইলে ইন্দ্রাদি দেবতা সকল তাহার প্রতি বিমুখ হয়েন

 

যতিশ্চ বিধবা চৈব বিশেষেণ বনাশ্রমী

কার্তিকে নরকং যান্তি অকৃত্বা বৈষ্ণবং ব্রতং ৷ ৷

যতি, বিধবা এবং বিশেষতঃ বনাশ্রমী যদি কার্ত্তিক মাসে বৈষ্ণব ব্রত করেন, তাহা হইলে তাহারা নরকে গমন করেন

 

নিয়মেন বিনা চৈব যাে নয়েৎ কার্ত্তিকং মুনে

চাতুর্মাস্যং তথা চৈব ব্রহ্মহা কুলাধমঃ ।।

হে মুনে ! যে ব্যক্তি বিনা নিয়মে কার্ত্তিক মাস অথবা চাতুর্মাস্য যাপন করে সে কুলাঙ্গার ব্রহ্মহত্যাকারী হয়

 

পিন্ডদানং পিতৃণাঞ্চ পিতৃপক্ষে বৈ কৃতং

ব্রতং কার্ত্তিকে মাসি শ্রাবণ্যামৃষিতৰ্পণং ।।

চৈত্রে নান্দোলিত বিষ্ণুৰ্মাঘস্নানং সজ্জলে

কৃতামর্দকী পুষ্যে শ্রাবণে রােহিণ্যষ্টমী ।।

সঙ্গমে কৃতা যেন দ্বাদশী শ্রবণান্বিতা

কুত্র যাস্যন্তি তে মুঢ়া নাহং বেদ্মি কলিপ্রিয় ।।

হে কলিপ্রিয় ! যে সকল ব্যক্তি পিতৃপক্ষে পিতৃগণকে পিন্ড দান করে নাই , তথা কার্ত্তিক মাসে ব্রত, শ্রাবণী পূর্ণিমায় ঋষিতৰ্পণ, চৈত্রমাসে বিষ্ণুর দোলােৎসব , পবিত্র জলে মাঘ স্নান, পুষ্যায় আমদ্দকীব্রত, শ্রাবণ মাসে - রােহিণ্যষ্টমী এবং সঙ্গমে শ্রবণান্বিতা দ্বাদশীব্রত করে নাই সেই সকল মূঢ় যে কোথায় গমন করিবে তাহা আমি জানি না

 

বিষ্ণোঃ পূজা কথা বিষ্ণোবৈষ্ণবানাঞ্চ দর্শনং

ভবেৎ কার্ত্তিকে যস্য হন্তি পুণ্যং দশাব্দিকমিতি ।।

যাহার কার্ত্তিক মাসে বিষ্ণুর পূজা বিষ্ণুর কথা এবং বৈষ্ণবদিগেন দর্শন না ঘটে তাহার দশ বৎসরের পুণ্য বিনষ্ট হয়

 

আশ্বিনে শুক্লপক্ষস্য প্রারম্ভে হরিবাসরে

অথবা পৌর্ণমাসীতঃ সংক্রান্তৌ বা তুলাগমে ।।

আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশী অথবা পুর্ণিমাতে কিংবা তুলা সংক্রান্তি দিবসে অলসতা পরিত্যাগ পূৰ্ব্বক কার্ত্তিক ব্রত অবশ্য ধারণ কৰ্ত্তব্য

 

নিত্যং জাগরণায়ান্ত্যে যামে রাত্রেঃ সমুত্থিতঃ

শুচির্ভূত্বা প্রবােধ্যাথ স্তোত্রৈর্নীরাজয়েৎ প্রভুং ।।

নিশম্য বৈষ্ণবান্ ধৰ্মান্ বৈষ্ণবৈঃ সহ হর্ষিতঃ

কৃত্বা গীতাদিকং প্রাতর্দেবং নীরাজয়েৎ প্রভুং ।।

নিত্য কার্ত্তিক মাসে রাত্রির শেষ প্রহরে জাগরণের নিমিত্ত গাত্রোত্থান করিয়া পবিত্রভাবে স্তোত্রপাঠ পূৰ্ব্বক প্রভুকে জাগরিত করতঃ আরাত্রিক করিবে অনন্তর বৈষ্ণবগণের সহিত বৈষ্ণব ধর্ম সকল শ্রবণ করিয়া সহর্ষে গীতাদি কীৰ্ত্তন করিবে

অতঃপর নদ্যাদিতে গমন পূর্বক আচমনান্তে প্রভুর উদ্দেশ্যে নিম্নলিখিতভাবে সংকল্প প্রার্থনা অর্ঘ্য প্রদান করিবে -

 

কার্ত্তিকেহং করিষ্যামি প্রাতঃস্নানং জনার্দন

প্রীত্যর্থং তব দেবেশ দামোদর ময়া সহেতি ।।

( হে জনার্দন ! হে দেবেশ ! হে দামোদর শ্রীরাধার সহিত তোমার প্রীতির নিমিত্ত আমি কার্ত্তিক মাসে প্রাতঃস্নান করিব )  

 

তব ধ্যানেন দেবেশ জলেহস্মিন্ স্নাতুমুদ্যতঃ

তৎ প্রসাদাচ্চ মে পাপং দামোদর বিনশ্যতু ।।  

( হে দেবেশ ! তোমার ধ্যান সহকারে এই জলে স্নান করিতে উদ্যত হইয়াছি হে দামোদর তোমার প্রসন্নতা হেতু আমার পাপরাশি বিনাশ প্রাপ্ত হউক )

 

নিত্যে নৈমিত্তিক কৃৎস্নে কার্ত্তিকে পাপশোষণে

গৃহণার্ঘ্যং ময়া দত্তং রাধয়া সহিতো হরে ইতি ।।

( কার্ত্তিকমাসে নিত্য - নৈমিত্তিক যে সমুদয় কাৰ্য্য করা যায় তৎসমস্তই পাপনাশক হে হরে ! আপনাকে এই অর্ঘ্য প্রদান করিলাম, আপনি রাধার সহিত গ্রহণ করুন

 

নিত্যং বৈষ্ণবসঙ্গত্যা সেবেত ভগবৎ কথাং

সর্পিষাহর্নিশং দীপং তিলতৈলেন চাচ্চয়েৎ ।।

 বিশেষতশ্চ নৈবেদ্যান্যপরয়েদাচরেত্তথা

প্রণামাংশ্চ যথাশক্ত্যা একভক্তাদিকং ব্রতং ৷ ৷

কার্ত্তিক মাসে নিত্য বৈষ্ণবদিগের সহিত ভগবৎকথা আস্বাদন করিবে অহােরাত্র ঘৃত বা তিল তৈল দ্বারা প্রদীপ দিয়া অর্চনা করিবে অন্যমাস অপেক্ষা এইমাসে বিশেষ নৈবেদ্যাদি অর্পণ বিশেষরূপে প্রণামাদি করিয়া যথাশক্তি একবার মাত্র মৌন হইয়া ভােজন রূপ ব্রত ধারণ করিবে

 

ততঃ প্রিয়তমা বিষ্ণো রাধিকা গোপীকাসু

কার্ত্তিকে পূজনীয়া শ্রীদামোদর সন্নিধৌ ।।

যত যত গোপী আছেন , তন্মধ্যে শ্রীরাধিকাই বিষ্ণুর প্রিয়তমা , অতএব কার্ত্তিক মাসে- শ্রীদামোদরের সন্নিধানে শ্রীরাধিকার পূজা করিবে

 

রাধিকাং প্রতিমাং বিপ্রাঃ পূজয়েৎ কার্ত্তিকে তু যঃ

তস্য তুষ্যতি তৎপ্রীত্যৈ শ্রীমান্ দামোদরো হরিরিতি।

দামোদরাষ্টকং নাম স্তোত্রং দামোদরাচ্চনং

নিত্যং দামোদরাকর্ষি পঠেৎ সত্যব্রততদিতং ।।

হে বিপ্রগণ ! যে ব্যক্তি কার্ত্তিকমাসে শ্রীরাধিকার প্রীতি নিমিত্ত শ্রীরাধার প্রতিমা পূজা করেন, শ্রীমান্ দামোদর হরি তাঁহার প্রতি পরিতুষ্ট হয়েন কার্ত্তিক মাসে দামোদরের অর্চ্চন পূৰ্ব্বক সত্যব্রত নামক মুনি কথিত দামোদরাষ্টক নামক স্তোত্র নিত্য পাঠ করিবে, তাহাতেই দামোদর বশীভূত হইয়া থাকেন । সকল ভক্তবৃন্দ কে নিবেদন সবাই এই মহা কার্ত্তিক ব্রত অনুষ্ঠান করে রাধাগোবিন্দের প্রীতিভাজন হউন।


 

No comments:

Post a Comment

🦚💐🏵 ️ 🌺🌷🌺🏵 ️ 💐🦚 🍁🌻🌷 চাতুর্মাস্য ব্রত 🌷🍁 🦚💐🏵 ️ 🌺🌷🌺🏵 ️ 💐🦚 শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তঃ সকল সাধু , গুরু , ব...