Wednesday, November 24, 2021

 

 

💐🏵️💞🌺🌷🌺💞🏵️💐

🌷বৈষ্ণবের ব্যাসপূজা তিথি🌷

💐🏵️💞🌺🌷🌺💞🏵️💐

শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তঃ

সকল সাধু, গুরু, বৈষ্ণব গৌর ভক্তবৃন্দের শ্রীচরণে আমার অনন্ত কোটি সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণাম I হরে কৃষ্ণ, আজ বিশেষ শুভদা তিথি। বিশ্বব্যাপী শ্রীচৈতন্যমঠ শ্রীগৌড়ীয়মঠ সমূহের প্রতিষ্ঠাতা, গৌড়ীয় সিংহ পুরুষ খ্যাত মহা তেজস্বী বৈষ্ণব মহাজন, গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের নবজাগরণের পথিকৃৎ, গৌড়ীয় বৈষ্ণব গগণের উজ্জ্বল নক্ষত্রমণিসিংহগুরু, সিদ্ধান্তসার, চিন্ময় ধামে নয়ন মঞ্জরী রূপে অধিষ্ঠিত জগৎগুরু নিত্যলীলা প্রবিষ্ট ওঁ বিষ্ণুপাদ পরিব্রাজকাচার্য্য ত্রিদণ্ডি স্বামী ১০৮ শ্রী - শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদের প্রিয়তম পার্ষদ, নিত্যলীলা প্রবিষ্ট ওঁ বিষ্ণুপাদ পরিব্রাজকাচার্য্য ত্রিদন্ডী স্বামী ১০৮ শ্রী - শ্রীমদ্ভক্তিবিকাশ হৃষীকেশ গোস্বামী মহারাজের  শুভ আবির্ভাব মহোৎসব।

 

নমো ওঁ বিষ্ণুপাদায় গৌরপ্রেষ্ঠায় ভূতলে।

শ্রীমতে ভক্তিবিকাশ হৃষীকেশ গোস্বামীতীতি নামিনে।।

 

শ্রীল প্রভুপাদ ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের চরণাশ্রিত শ্রীল মহারাজ বিষড়া হুগলী জেলায় ৪৫/, কেশব চন্দ্র সেন রোডে ''শ্রীশ্রীভক্তিসিদ্ধান্ত গৌড়ীয়মঠ স্থাপন করেন। শ্রীল মহারাজ বৈষ্ণবচিত অশেষ সদ্গুণ অলংকৃত ছিলেন। তিনি বাংলা হিন্দী ভাষায় সুন্দর মধুর ভাষণ প্রদান করিতেন। তাঁহার সুমধুর কন্ঠস্বরে কীর্ত্তন, বক্তৃতায় সকলেই পরম সন্তুষ্টি লাভ করিতেন। তাঁহার স্বরোচিত গীতি গুলিও গম্ভীরার্থক বোধক। শ্রীল মহারাজ ১৯৮৩ সালে ১৪ই ভাদ্র, ৩১শে আগষ্ট, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথি বাসরে রাত্রি ১০/ মিঃ, তাঁহার নিজ মঠ ভবনে সজ্ঞানে ( ৭২ ) বৎসর বয়সে নিত্যলীলায় প্রবেশ করেন। তাঁহার মঠটি বর্ত্তমান শ্রীদেবানন্দ গৌড়ীয়মঠের অধীনে সেবিত হইতেছেন।   



No comments:

Post a Comment

🦚💐🌺🌷🌺💐🦚 🌷 জয়ন্তী মহাদ্বাদশী 🌷 🦚💐🌺🌷🌺💐🦚 শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তঃ সকল সাধু , গুরু , বৈষ্ণব ও গৌর ভক্তবৃন্দে...