Monday, May 16, 2022

 

🌳🦚💐🍁🏵️🌺🌷🌺🏵️🍁💐🦚🌳

🌷শ্রীকৃষ্ণের ফুলদোল সলিল বিহার🌷

🌳🦚💐🍁🏵️🌺🌷🌺🏵️🍁💐🦚🌳

শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তঃ

সকল সাধু, গুরু, বৈষ্ণব গৌর ভক্তবৃন্দের শ্রীচরণে আমার অনন্ত কোটি সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণাম I আজ মাধবী পূর্ণিমা। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ফুলদোল সলিল বিহার এবং শ্রীরাধারমণ দেব জীউর শুভ আবির্ভাব তিথি প্রকট মহামহোৎসব।

‘’গুরু - বৈষ্ণব  - ভগবান তিনিহেঁ স্মরণ ।

তিনেহেঁ স্মরণ হইতে হয় বিঘ্ন বিনাশন ।।

অনায়াসে হয় নিজ বাঞ্ছিত পূরণ ।।‘’  

 

গুরবে গৌরচন্দ্রায় রাধিকায়ৈ তদালয়ে ।

কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ ।।

 

ফুলদোলযাত্রাঃ- বিভিন্ন ফুলদিয়ে রাধা মাধবকে সাজিয়ে নৌকায় বিহার করানোর মধ্য দিয়ে ফুলদোল যাত্রা পালিত হয়।

"পূর্ণিমা রজনী অতি মনোহর,
ললিতা কহয়ে শুন রসিক শেখর।
তরণী উপরে আজ লইয়া তরুণী,
মণ্ডল বন্ধনে নৃত্য কর গুনমণি ।।"

আজ শ্রীকৃষ্ণের ফুলদোল। দোলযাত্রা যদি রঙের উৎসব হয় তবে ফুলদোল নিঃসন্দেহে সুগন্ধের উৎসব। বৈষ্ণব শাস্ত্র মতে বসন্ত উৎসবের সূচনা হয় শ্রীপঞ্চমী তিথিতে, আর তার সমাপ্তি বৈশাখী পূর্ণিমার রাতে। সাদা ফুলের মালায় আর শুভ্র বসনে সজ্জিত হয়ে শ্রী কৃষ্ণ আজ ভক্তদের দর্শন দেন পূর্ণচন্দ্রের অমল ধবল আলোয় ভিজে। বড়ই মনোরম দৃশ্য।

 

সলিলবিহার বা জলকেলিঃ- পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সাথে তাঁর মাধুর্য্যরসপরায়ণ শুদ্ধ ভক্তগণের সঙ্গে যে জলকেলি সেটাই সলিলবিহার
মহোৎসব।

শ্রীরাধারমন বিগ্রহের আবির্ভাব তিথি

গোপাল ভট্ট গোস্বামীর সেবিত বিগ্রহ রাধারমণ দেবজী। আজ তার ৪৮০তম শুভ আবির্ভাব। এই বিগ্রহ বৃন্দাবনে সেবিত। ৫০০বছর আগের কথা। বৃন্দাবনের ষড় গোস্বামীদের অন্যতম শ্রীল গোপালভট্ট গোস্বামীপাদ একটি ছোট শালগ্রাম শিলায় ভগবানের অর্চনা করতেন একবার এক ধনী ব্যক্তি তাঁকে বহুমূল্যবান গোপালের বস্ত্র প্রদান করেন কিন্ত গোপাল ভট্ট গোস্বামী যখন গৃহে ফেরেন, তখন তিনি বুঝতে পারেন, এই বস্ত্র শালগ্রাম প্রভুকে পরানো যাবেনা। তখন শ্রীল গোপাল ভট্ট গোস্বামী ভাবলেন, হে শালগ্রাম প্রভু আপনি যদি শ্রীবিগ্রহ হতেন তাহলে আমি আপনাকে কত সুন্দর বস্ত্র পরাতে পারতাম অতপর তিনি ভগবানকে শয়ন দিয়ে ঘুমিয়ে পড়লেন

 

পরদিন ভোরে যখন গোপাল ভট্ট গোস্বামী, মঙ্গলারতি সেবা করতে এলেন, তখন দেখলেন তাঁর সেবিত শ্রীশালগ্রাম শিলা এক সুন্দর কৃষ্ণ বিগ্রহে পরিণত হয়েছেন গোপাল ভট্ট গোস্বামীপাদ তখন ভগবানের লীলা বুঝতে পারলেন, শালগ্রামই এই বিগ্রহে পরিণত হয়েছেন তারপর তিনি প্রেমপূর্ণ চিত্তে সেই বস্ত্র ভগবানকে পরালেন এবং এই বিগ্রহকে রাধারমণ নামে অলংকৃত করলেন অদ্যাবধি এই শ্রীবিগ্রহ বৃন্দাবনে শিষ্যপরম্পরায় সেবিত হচ্ছে আজ এই বিগ্রহের আবির্ভাব তিথি

 

কবে কৃষ্ণ ধন পাব, হিয়ার মাঝারে থোব,

জুড়াইব তাপিত - পরাণ

সাজাইয়া দিব হিয়া, বসাইব প্রাণপ্রিয়া,

নিরখিব সে চন্দ্রবয়ান ।।

হে সজনী! কবে মোর হইবে সুদিন

সে প্রাণনাথের সঙ্গে, কবে বা ফিরিব রঙ্গে,

সুখময় যমুনা পুলিনে ।।

ললিতা বিশাখা লঞা, তাঁহারে ভেটিব গিয়া,

সাজাইয়া নানা উপহার

সদয় হইয়া বিধি, মিলাইবে গুণনিধি,

হেন ভাগ্য কি হইবে আমার ???

দারুণ বিধির নাট, ভাঙিল প্রেমের হাট,

তিলমাত্র না রাখিল তার

কহে নরোত্তম দাস, কি মোরে জীবনে আশ,

ছাড়ি গেল ব্রজেন্দ্রকুমার ।।

💐জয় শ্রীরাধারমণ জীউর জয়💐💐জয়  শ্রীগোপালভট্ট গোস্বামীর জয়💐






 

No comments:

Post a Comment

💐🏵️🌺🌷🌺🏵️💐 🍁 ষট্তিলা একাদশী 🍁 💐🏵️🌺🌷🌺🏵️💐 শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তঃ সকল সাধু, গুরু, বৈষ্ণব ও গৌর ভক্তবৃন্দের শ্রীচরণ...