Monday, July 13, 2020


🌷🌺🏵🍁🏵🌺🌸🌻
💞শ্রীহরিনাম মহামন্ত্র💞
🌷🌺🏵🍁🏵🌺🌸🌻
শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তঃ
সকল সাধু,গুরু,বৈষ্ণব ও গৌর ভক্তবৃন্দের শ্রীচরণে আমার অনন্ত কোটি সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণাম I
‘’হরি - গুরু - বৈষ্ণব তিনিহেঁ স্মরণ।
তিনেহেঁ স্মরণ হইতে বিঘ্ন বিনাশন।।
অনায়াসে হয় নিজ বাঞ্ছিত পূরণ ।।‘’

আজানুলম্বিত - ভুজৌ কনকাবদাতৌ,
সংকীর্ত্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ।
বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্ম্মপালৌ,
বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ।

হরেকৃষ্ণ মহানাম মন্ত্র - কোন শাস্ত্রে আছে?
হরেকৃষ্ণ মহানাম মন্ত্রটি প্রথমত পাওয়া যায় কৃষ্ণ যজুর্বেদীয় কলি-সন্তরণ উপনিষদে সেখানে এইভাবে আছে,-
‘’
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে I I’’

এই উপনিষদে বলা হয়েছে যে, এই ষোল নাম তথা বত্রিশ অক্ষর জপের মাধ্যমে কলির প্রভাব হতে মুক্ত হয়ে মোক্ষলাভ করা সম্ভব

এরপর, রাধা-তন্ত্রে (/) মহানাম মন্ত্রটি এইভাবে আছে,-
‘’
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে I I’’

বৃহন্নারদীয় পুরাণে (//১২৬) বলা হয়েছে,-
‘’হরের্নাম হরের্নাম হরের্নামৈব কেবলম্
কলৌ নাস্ত্যেব নাস্ত্যেব নাস্ত্যেব গতিরন্যথা ।।‘’
অর্থাৎ,- কলিযুগে হরিনামই যে উদ্ধার পাওয়ার একমাত্র উপায় এবং এছাড়া যে আর কোনো গতি নেই, তা সাধারণ মানুষকে বোঝানোর জন্যই হরের্নাম নাস্ত্যেব শব্দ দুটো তিনবার করে ব্যবহার করা হয়েছে। এই হরেকৃষ্ণ মহামন্ত্র নাম সংকীর্তন করার মাধ্যমে কৃষ্ণপ্রেম বা গোলোক-বৃন্দাবন ধাম প্রাপ্ত হওয়া যায়। এই সুযোগ ব্রহ্মার একদিন বা একহাজার চতুর্যুগের এই বিশেষ কলিযুগের মানুষ প্রাপ্ত হয়।


মহাভারতে (শান্তিপর্ব ২০৪/৭৭) ভীষ্মদেব রাজা যুধিষ্ঠিরকে উপদেশ দিয়েছেন,-
‘’
ভজস্বৈনং বিশালাক্ষং জপন্ কৃষ্ণেতি সত্তম I’’
অর্থাৎ,- তুমি কৃষ্ণনাম জপ করিতে থাকিয়া এই বিশালনয়ন কৃষ্ণের সেবা করো৷

শ্রীভগবান গীতায় (/১৪) বলেছেন
সততং কীর্তয়ন্তো মাং যতন্তশ্চ দৃঢ়ব্রতাঃ।
নমস্যন্তশ্চ মাং ভক্ত্যা নিত্যযুক্তা উপাসতে।।
অর্থাৎ,-  তাঁহারা (সাত্ত্বিকী প্রকৃতি-প্রাপ্ত মহাত্মগণ) যত্নশীল দৃঢ়ব্রত হইয়া ভক্তিপূর্বক সর্বদা আমার কীর্তন এবং বন্দনা করিয়া নিত্য সমাহিত চিত্তে আমার উপাসনা করেন।

তস্মাৎ সঙ্কীর্তনং বিষ্ণোর্জগন্মঙ্গলমংহসাম্।
মহতামপি কৌরব্য বিদ্ধ্যৈকান্তিকনিষ্কৃতম্।।    (ভাগবত //৩১)
অর্থাৎ,- হে কুরুরাজ, হরিনাম সংকীর্তন এমন কি মহাপাপের ফলকেও নির্মূল করতে পারে। তাই হরিনাম সংকীর্তনই হচ্ছে জগতের সবচেয়ে মঙ্গলময় অনুষ্ঠান। অনুগ্রহ করে তা হৃদয়ঙ্গম করুন যাতে অন্যেরাও তা নিষ্ঠাভরে গ্রহণ করে।

ভগবানকে ভজনা করার শ্রেষ্ঠ জন্ম হচ্ছে মানব জন্ম। যে জন্মটি দেবতাদেরও দুর্লভ। এই জন্মেই আমরা ভগবানকে ভজনা করে তার চরণ প্রাপ্ত হতে পারি। কিন্তু এই দুর্লভ মানব জন্ম লাভ করে আমরা হেলায় হেলায় কাটিয়ে দিচ্ছি। এখনও সময় হয়নি, সংসার ধর্মই বড় ধর্ম, একটু নিজেকে গুছিয়ে নেই, পরে করবো এরকম সহস্র অজুহাত দিয়ে সময় অপচয় করছি ।।

সব কাজের জন্য আমরা সময় বরাদ্ধ করে রাখি, শুধু মাত্র ভগবানকে ডাকার ক্ষেত্রেই যতসব অজুহাত। সপ্তাহে একদিনও মন্দিরে যেতে পারিনা, একটাই টালবাহনা; সময় নেই, আমার সংসার আছে। যে সংসারের জন্য আমরা কলুর বলদের মতো বিরামহীনভাবে খেটে চলেছি, এই সংসারের কোনকিছুই কি আমাদের সঙ্গে যাবে? স্বয়ং বিচার করুন

আমাদের অন্তিমের সুহৃদ যিনি তাকে কি এখনও ডাকার সময় হয় নি? একবার ভেবে দেখুন। তাই সময় থাকতে শেষের দিনের কথা ভাবা উচিত। নতুবা আসা আর যাওয়ার চক্রাকার থেকে কখনো নিষ্কৃতি পাওয়া সম্ভব নয় মনে রাখা আবশ্যক-
"
পূর্ণিমাতো থাকবে নারে   আসবে অমাবস্যা। 
চিরদিনতো থাকবে নারে   রঙ্গের ভালোবাসা।।"

বিভিন্ন ভাষায় হরে কৃষ্ণ মহামন্ত্র 
Bengali
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে I
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে I I
English
Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare.
Hare Ram Hare Ram Ram Ram Hare Hare.
Hindi
हरे कृष्ण हरे कृष्ण कृष्ण कृष्ण हरे हरे I
हरे राम हरे राम राम राम हरे हरे I I
Punjabi
ਹਾਰੇ ਕ੍ਰਿਸ਼ਨਾ ਹਾਰੇ ਕ੍ਰਿਸ਼ਨਾ ਕ੍ਰਿਸ਼ਨਾ ਕ੍ਰਿਸ਼ਨਾ ਹਾਰੇ ਹਾਰੇ I
ਹਾਰੇ ਰਾਮਾ ਹਾਰੇ ਰਾਮਾ ਰਾਮਾ ਰਾਮਾ ਹਾਰੇ ਹਾਰੇ I I
Gujarati
હરે કૃષ્ હરે કૃષ્ કૃષ્ કૃષ્ હરે હરે I
હરે રામ હરે રામ રામ રામ હરે હરે I I
Oriya
ହରେ କୃଷ୍ଣ, ହରେ କୃଷ୍ଣ,    କୃଷ୍ଣ କୃଷ୍ଣ  ହରେ ହରେ .
ହରେ ରାମ, ହରେ ରାମ,   ରାମ ରାମ  ହରେ ହରେ .
Malayalam
ഹരേ കൃഷ്ണ ഹരേ കൃഷ്ണ കൃഷ്ണ കൃഷ്ണ ഹരേ ഹരേ
ഹരേ രാമ ഹരേ രാമ രാമ രാമ ഹരേ ഹരേ
Kannada
ಹರೇ ಕೃಷ್ಣ ಹರೇ ಕೃಷ್ಣ ಕೃಷ್ಣ ಕೃಷ್ಣ ಹರೇ ಹರೇ
ಹರೇ ರಾಮ ಹರೇ ರಾಮ ರಾಮ ರಾಮ ಹರೇ ಹರೇ
Telugu
హరే కృష్ణ హరే కృష్ణ కృష్ణ కృష్ణ హరే హరే
హరే రామ హరే రామ రామ రామ హరే హరే
Tamil
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம ராம ராம
ஹரே ஹரே
ฮาเร กฤษณะ ฮาเร กฤษณะ กฤษณะ กฤษณะ ฮาเร ฮาเร
ฮาเร รามมา ฮาเร รามมา รามมา รามมา ฮาเร ฮาเร
Greek
Χάρε Κρίσνα Χάρε Κρίσνα Κρίσνα Κρίσνα Χάρε Χάρε
Χάρε Ράμα Χάρε Ράμα Ράμα Ράμα Χάρε Χάρε
Russian
Харе Кришна Харе Кришна Кришна Кришна Харе Харе
Харе Рама Харе Рама Рама Рама Харе Харе
Ukrainian
Харе Крішна Харе Крішна Крішна Крішна Харе Харе
Харе Рама Харе Рама Рама Рама Харе Харе
Urdu
ﮨﺮﮮ کرشنا ﮨﺮﮮ کرشنا کرشنا کرشنا ﮨﺮﮮ ﮨﺮﮮ
ﮨﺮﮮ رام ﮨﺮﮮ رام رام رام ﮨﺮﮮ ﮨﺮﮮ
Arabic
ﻫﺎﺭﻱ ﻛﺮﻳﺸﻨﺎ ﻫﺎﺭﻱ ﻛﺮﻳﺸﻨﺎ ﻛﺮﻳﺸﻨﺎ ﻛﺮﻳﺸﻨﺎ ﻫﺎﺭﻱ ﻫﺎﺭﻱ
ﻫﺎﺭﻱ راما ﻫﺎﺭﻱ راما راما راما ﻫﺎﺭﻱ ﻫﺎﺭﻱ
Hebrew
הארי קרישנה הארי קרישנה קרישנה קרישנה הארי הארי
הארי ראמה הארי ראמה ראמה ראמה הארי הארי
Japanese
ハレー クリシュナ ハレー クリシュナ クリシュナ クリシュナ ハレー ハレー
ハレー ラーマ ハレー ラーマ ラーマ ラーマ ハレー ハレー
Korean
하레 크리슈나 하레 크리슈나 크리슈나 크리슈나 하레 하레
하레 라마 하레 라마 라마 라마 하레 하레
Chinese
哈瑞 奎師那 哈瑞 奎師那 奎師那 奎師那 哈瑞 哈瑞
哈瑞 茹阿瑪 哈瑞 茹阿瑪 茹阿瑪 茹阿瑪 哈瑞 哈瑞
Georgian
ჰარე კრიშნა ჰარე კრიშნა კრიშნა კრიშნა ჰარე ჰარე
ჰარე რამა ჰარე რამა რამა რამა ჰარე ჰარე

No comments:

Post a Comment

🌳🌴🪴🌲🦚🍁💐🏵️🌺🌷🌺🏵️💐🍁🦚🌲🪴🌴🌳 🌻🌼 শ্রীবলরামের রাসযাত্রা 🌹 শ্রীকৃষ্ণের বসন্তরাস 🌼🌻 🌳🌴🪴🌲🦚🍁💐🏵️🌺🌷🌺🏵️💐🍁🦚🌲🪴...