Monday, June 1, 2020


শ্রীল বলদেব বিদ্যাভূষণ
তিরোভাব
শ্রীল বলদেব বিদ্যাভূষণ প্রভুর আবির্ভাবকাল স্থান সম্বন্ধে নির্দ্দিষ্ট ভাবে জ্ঞাত হওয়া যায় না। তাঁহার পুত - চরিত্র সম্বন্ধে প্রাপ্ত যে সংক্ষিপ্ত বিবরণ পাওয়া যায়, তাহাতে এইরূপ অনুমিত হয় যে, তিনি খৃষ্টীয় অষ্টাদশ শতাব্দীতে আবির্ভূত হইয়াছিলেন। তিনি ওড়িষ্যায় বালেশ্বর জেলার রেমুনার নিকটবর্ত্তী কোনও গ্রামে আবির্ভূত হইয়াছিলেন। ইঁহার বিদ্যাবিলাস - লীলা সম্বন্ধে এইরূপ জানা যায়,- ইনি চিল্কাহ্রদের তীরে পণ্ডিতগণের নিবাসস্থল কোনও বর্দ্ধিষ্ণু গ্রামে ব্যাকরণ, অলঙ্কার ন্যায়শাস্ত্র অধ্যয়ন করতঃ তদ্বিষয়ে পারঙ্গতি লাভ করিয়াছিলেন।

শ্রীল বলদেব কিছুদিন বেদ অধ্যয়নের পর বেদান্তের বিভিন্ন আচার্য্যগণ - কৃত ভাষ্যানুশীলনের জন্য মহীশুরে গিয়াছিলেন। তৎকালে ইনি মধ্বাচার্য্যের শুদ্ধ দ্বৈতমতকে যুক্তিসঙ্গত বিচার করিয়া তৎসম্প্রদায়ভুক্ত শিষ্য হইলেন এবং তত্ত্ববাদী দিগের মঠে অবস্থান করিতে লাগিলেন। ইনি সন্ন্যাস গ্রহণ করতঃ পুরুষোত্তম ক্ষেত্রে আসিয়া পণ্ডিত মণ্ডলীর সহিত শাস্ত্রযুদ্ধ করিয়া তাঁহাদিগকে পরাস্ত করিলে তাঁহার অগাধ পাণ্ডিত্য - প্রতিভা সর্ব্বত্র পরিব্যাপ্ত হইয়া পড়ে।

শ্রীল বলদেব পণ্ডিত শ্রীরাধাদামোদরের নিকট শ্রীজীব গোস্বামী - কৃত ষটসন্দর্ভ অধ্যয়ন করিয়া গৌড়ীয় বৈষ্ণব ধর্মের সর্ব্বোত্তমতা উপলব্ধি করতঃ তাঁহার শিষ্য হইয়াছিলেন। শ্রীবলদেব বিদ্যাভূষণ প্রভু শ্রীপীতাম্বর দাসের নিকট ভক্তিশাস্ত্র এবং শ্রীবিশ্বনাথ চক্রবর্ত্তিপাদের নিকট শ্রীমদ্ভাগবত অধ্যয়ন করিয়াছিলেন। ইনি বিরক্ত বৈষ্ণবের বেশও গ্রহণ করিয়াছিলেন। তৎকালে তিনি বৈষ্ণবসমাজে 'একান্তি গোবিন্দ দাস নামে খ্যাত হইয়াছিলেন।

শ্রীল বলদেব, শ্রীল বিশ্বনাথ চক্রবর্ত্তিপাদ কতৃক আদিষ্ট হইয়া শ্রীবৃন্দাবনধাম হইতে জয়পুরে আসিয়া  শ্রীল রূপ গোস্বামী - সেবিত শ্রীগোবিন্দ জীউর আশীর্বাদ গ্রহণ করতঃ বেদান্তের 'গোবিন্দভাষ্য' রচনা  করিয়া শ্রীসম্প্রদায়ের গলতাগাদীতে অন্য সম্প্রদায়ের বিচার নির্যাস পূর্ব্বক গৌড়ীয় বৈষ্ণব ধর্ম্মের মর্যাদা সংরক্ষণ করিয়াছিলেন।তদবধি  ইনি 'বিদ্যাভূষণ' উপাধিতে ভূষিত হইয়া 'শ্রীবলদেব বিদ্যাভূষণ' নামে খ্যাত হইলেন। এই প্রসঙ্গটি 'শ্রীল বিশ্বনাথ চক্রবর্ত্তী ঠাকুরের পূত সংক্ষিপ্ত চরিতামৃতে ১৩৯ পৃষ্ঠা হইতে ১৪৫ পৃষ্ঠার মধ্যে বর্ণিত হইয়াছে।

কথিত হয় যে, ইনি গলতাগাদীতে 'বিজয়গোপাল' বিগ্রহ প্রতিষ্ঠা করিয়াছিলেন।ইঁহার শিষ্যগণের মধ্যে প্রসিদ্ধ ছিলেন দুইজন যথা শ্রীউদ্ধব দাস শ্রী নন্দনমিশ্র।

No comments:

Post a Comment

🌳🌴🪴🌲🦚🍁💐🏵️🌺🌷🌺🏵️💐🍁🦚🌲🪴🌴🌳 🌻🌼 শ্রীবলরামের রাসযাত্রা 🌹 শ্রীকৃষ্ণের বসন্তরাস 🌼🌻 🌳🌴🪴🌲🦚🍁💐🏵️🌺🌷🌺🏵️💐🍁🦚🌲🪴...