Saturday, February 1, 2020


শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তঃ 
সকল সাধু, গুরু,বৈষ্ণব  গৌর ভক্তবৃন্দের শ্রী চরণে আমার দণ্ডবৎ প্রণাম 
''হরি - গুরু - বৈষ্ণব তিনিহেঁ স্মরণ।
তিনেহেঁ স্মরণ হইতে বিঘ্ন  বিনাশন।।
অনায়াসে হয় নিজ বাঞ্ছিত পূরণ ।।''
()
শ্রী গুরু চরণ পদ্মকেবল ভকতি সদ্ম
বন্দোঁ মুঞি সাবধান মতে I
যাঁহার প্রসাদে ভাই ভব তরিয়া যাই
কৃষ্ণ প্রাপ্তি হোয় যাঁহা হৈতে II
()
গুরুমুখ পদ্ম বাক্যচিত্তেতে করিয়াঐক্য
আর না কোরিহো মনে আশা I
শ্রীগুরু চরণে রতিএই সে উত্তম গতি,
যে প্রসাদে পূরে সর্ব্ব আশা II
()
চক্ষুদান দিলা যেইজন্মে - জন্মে প্রভু সেই,
দিব্যজ্ঞান হৃদে প্রকাশিত I
প্রেম ভক্তি যাঁহা হৈতেঅবিদ্যা - বিনাশ যাতে,
বেদে গায় যাঁহার চরিত II
()
শ্রীগুরু করুণাসিন্ধুঅধম জনার বন্ধু,
লোকনাথ লোকের জীবন I
হা হা প্রভুকর দয়াদেহো মোরে পদছায়া,
এবে যশঃ ঘুষুক ত্রি-ভুবন II
()
বৈষ্ণব চরণরেণুভূষণ করিয়া তনু,
যাহা হৈতে অনুভব হয় I
মার্জন হয় ভজনসাধু সঙ্গে অনুক্ষণ,
অজ্ঞান অবিদ্যা পরাজয় II
()
জয় সনাতন রূপপ্রেম ভক্তি রস কূপ,
যুগল উজ্জ্বল-ময় তনু I
যাহার প্রসাদে লোকপাসরিল সব শোক,
প্রকট-কলপ-তরু জনু II
()
প্রেমভক্তি রীতি যোতোনিজ গ্রন্থে সুবেকত,
লিখিয়াছেন দুই মহাশয় I
যাহার শ্রবণ হৈতেপ্রেমানন্দে ভাসে চিত্ত,
যুগল মধুর রসাশ্রয় II
()
যুগলকিশোর প্রেমলক্ষবাণ যেন হেম,
হেন ধন প্রকাশিল যারা I
জয় রূপ-সনাতনদেহো মোরে প্রেম-ধন,
সে রতন মোরে গলে হারা II 
()
ভাগবত শাস্ত্রমর্ম্মনব বিধা ভক্তিধর্ম্ম,
সদাই করিব সুসেবন I
অন্য দেবাশ্রয় নাইতোমারে কহিল ভাই,
এই ভক্তি পরমভজন II
(১০)
সাধু শাস্ত্র গুরুবাক্যহৃদয়ে করি য়া ঐক্য,
সতত ভাসিব প্রেম মাঝে I
কর্ম্মী জ্ঞানী ভক্তিহীনইহাকে করিব ভিন্ন,
নরোত্তম এই তত্ত্ব গাজে II


No comments:

Post a Comment

🌳🌴🪴🌲🦚🍁💐🏵️🌺🌷🌺🏵️💐🍁🦚🌲🪴🌴🌳 🌻🌼 শ্রীবলরামের রাসযাত্রা 🌹 শ্রীকৃষ্ণের বসন্তরাস 🌼🌻 🌳🌴🪴🌲🦚🍁💐🏵️🌺🌷🌺🏵️💐🍁🦚🌲🪴...