Tuesday, February 18, 2020

শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তঃ 
সকল সাধুগুরু,বৈষ্ণব  গৌর ভক্তবৃন্দের শ্রী চরণে আমার দণ্ডবৎ প্রণাম 
''হরি - গুরু - বৈষ্ণব তিনিহেঁ স্মরণ।
তিনেহেঁ স্মরণ হইতে বিঘ্ন  বিনাশন।।
অনায়াসে হয় নিজ বাঞ্ছিত পূরণ ।।''

বৈরাগীর কৃত্য সদা নাম সঙ্কীর্ত্তন
শাক পত্র ফল মূলে উদর ভরণ ।।

জিহ্বার লালসে যেই ইতি উতি ধায়
শিশ্নোদর পরায়ন কৃষ্ণ নাহি পায় ।।

বিষয়ীর অন্ন খাইলে মলিন হয় মন
মলিন মন হৈলে ,নহে কৃষ্ণের স্মরণ ।।

বিষয়ীর অন্ন হয় রাজস নিমন্ত্রণ
দাতা ,ভোক্তা ,দুঁহার মলিন মন ।।

কলিকালের ধর্ম্ম কৃষ্ণনাম সঙ্কীর্ত্তন
কৃষ্ণ শক্তি বিনা নহে তার প্রবর্ত্তন ।।

বৈষ্ণবের ঝুটা খাও ছাড়ি ঘৃণা লাজ
যাহা হৈতে পাইবা বাঞ্জিত সব কাজ ।।

কৃষ্ণের উচ্ছিষ্ট হয় মহাপ্রসাদ নাম
ভক্তশেষ হৈলে মহা মহাপ্রসাদাখ্যান ।।

ভক্তপদধূলি আর ভক্তপদ জল
ভক্তভুক্ত শেষ ,এই তিন সাধনের বল ।।

এই তিন সেবা হৈতে কৃষ্ণপ্রেমা হয়
পুনঃ পুনঃ সর্ব্বশাস্ত্রে ফুকারিয়া কয় ।।

তাতে বার বার কহি শুন ভক্তগণ
বিশ্বাস করিয়া কর তিন সেবন ।।

No comments:

Post a Comment

🌳🌴🪴🌲🦚🍁💐🏵️🌺🌷🌺🏵️💐🍁🦚🌲🪴🌴🌳 🌻🌼 শ্রীবলরামের রাসযাত্রা 🌹 শ্রীকৃষ্ণের বসন্তরাস 🌼🌻 🌳🌴🪴🌲🦚🍁💐🏵️🌺🌷🌺🏵️💐🍁🦚🌲🪴...