Wednesday, February 19, 2020


শ্রীকৃষ্ণের লীলাসমূহ
শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তঃ 
সকল সাধুগুরু,বৈষ্ণব  গৌর ভক্তবৃন্দের শ্রী চরণে আমার দণ্ডবৎ প্রণাম 
''হরি - গুরু - বৈষ্ণব তিনিহেঁ স্মরণ।
তিনেহেঁ স্মরণ হইতে বিঘ্ন  বিনাশন।।
অনায়াসে হয় নিজ বাঞ্ছিত পূরণ ।।''

"
অনিরুদ্ধ সঙ্কর্ষণ নৃসিংহ বামন
মত্ ,কূর্ম ,বরাহাদি অবতারগণ ।।

ক্ষীরোদকশায়ী হরি গর্ভোদবিহারী
কারণসাগরে শক্তি মায়াতে সঞ্চারী ।।

বৃন্দাবনে কর লীলা ধরি গোপবেশ
সে লীলার অন্ত প্রভু নাহি পায় শেষ ।।

পূতনাবিনাশকারী শকটভঞ্জন
তৃণাবর্ত , বক , কেশী , ধেনুক ,মর্দন ।।

অঘারি গোবত্সহকারী ব্র্হ্মার মোহন
গিরিগোবর্ধনধারী অর্জুন ভঞ্জন ।।

কালীয় দমনকারী যমুনাবিহারী
ইন্দ্রদর্প নাশকারী কুব্জামনোহারী
চাণুর ,কংসাদি নাশি অক্রুরনিস্তারী ।।

বৃন্দাবন বনচারী মদনমোহন
মথুরামন্ডলচারী শ্রীযদুনন্দন ।।

উদ্ধবের গতিদাতা দ্বারকার পতি
ত্রিভুনপরিত্রাতা অখিলের গতি।।

পাণ্ডবের সখা কৃষ্ণ বিদুরের প্রভু
ভীষ্মের উপস্যদেব ভুবনের বিভু।।

দেবের আরাধ্যদেব মুনিজনপতি
যোগিধ্যেয় পাদপদ্ম রাধিকার পতি ।। "

-
পরমেশ্বর ভগবানের লীলা রহস্য ।।

No comments:

Post a Comment

🌳🌴🪴🌲🦚🍁💐🏵️🌺🌷🌺🏵️💐🍁🦚🌲🪴🌴🌳 🌻🌼 শ্রীবলরামের রাসযাত্রা 🌹 শ্রীকৃষ্ণের বসন্তরাস 🌼🌻 🌳🌴🪴🌲🦚🍁💐🏵️🌺🌷🌺🏵️💐🍁🦚🌲🪴...