Wednesday, February 12, 2020


বিখ্যাত সুনামধন্য ভারতীয় স্বাধীনতা সংগ্রামী শ্রী নেতাজী সুভাষচন্দ্র বসু জগৎগুরু শ্রীল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর
🙏🏻🇮🇳🙏🏻🌸🙏🏻🇮🇳🙏🏻🌸🙏🏻🇮🇳🙏🏻🌸🙏🏻🇮🇳🙏🏻🌸🙏🏻🇮🇳🙏🏻🌸🙏🏻🇮🇳🙏🏻🌸🙏🏻🇮🇳🙏🏻🌸🙏🏻🇮🇳🙏🏻
১৯৩০ খৃস্টাব্দের সেপ্টেম্বর মাসে দেশনায়ক সুভাষচন্দ্র বোস কিছু স্বনামধন্য বিশিষ্টজনের সহিত কলিকাতা বাগবাজারস্থ শ্রীগৌড়ীয় মঠে আগমন করেন শ্রীল প্রভুপাদের সাক্ষাৎলাভের জন্য। সেই সাক্ষাৎের কিয়দংশ... 
                
নেতাজীঃ-  আমি দেশমাতৃকাকে ইংরেজ শাসন থেকে মুক্ত করিবার জন্য সংকল্পবদ্ধ। সমগ্র দেশব্যাপী শ্লোগান দিয়েছি ---" তোমরা আমায় রক্ত দাও। আমি তোমাদের স্বাধীনতা দেব।... " সম্প্রতি আমি জানিলাম যে সমাজের অনেক  তরুন যুবকেরা আপনার শ্রীচরনাশ্রয় গ্রহণ করিয়াছে। আপনি দয়া করে তাদের কয়েকজনকে আমার আন্দোলনে সংযুক্ত হতে বলুন, যাতে তারা স্বাধীনতার লড়াইয়ে অংশগ্রহণ করে
প্রভুপাদঃ--  আপনি শ্রীমদ্ভগবদগীতা পড়িয়াছেন কি?
নেতাজীঃ--  হ্যাঁ,পড়িয়াছি।
প্রভুপাদঃ-- তাহা হইলে আপনার শ্রীগীতার এই  শ্লোক নিশ্চয়ই স্মরণ আছে --"  যং যং বাপি স্মরণ ভাবং ত্যজত্যন্তে কলেবরম্।  তং তমেবৈতি কৌন্তেয়  সদা তদ্ভাবভাবিতঃ।। " ( শ্রীমদ্ভগবদ গীতা ৮ম অধ্যায় ৬ষ্ঠ শ্লোক )    . ... " হে কৌন্তেয় , মৃত্যুকালে যে যেরূপ ভাব স্মরনপূর্বক দেহত্যাগ করেন, তিনি সেই সেই ভাবই প্রাপ্ত হন এবং সর্বদা সেই ভাবেই ভাবিত থাকেন। "
নেতাজীঃ- হ্যা নিশ্চয়ই স্মরণ আছে।
প্রভুপাদঃ-- তাহা হইলে আপনি পুনর্জন্মে বিশ্বাস করেন নিশ্চয়ই?
নেতাজীঃ- অবশ্যই আমি বিশ্বাস করি। এমন কোন হিন্দু আছে কি  যিনি পুনর্জন্মে বিশ্বাস করেন না? 
প্রভুপাদঃ-- যদি ঘটনাক্রমে আপনি আজ মারা যান এবং পরজন্মে ইংলন্ডে জন্মগ্রহণ করেন ,আপনি কি তখনও ভারতের স্বাধীনতার জন্য লড়বেন নাকি ভারতের ওপর নিজের দেশের কর্তৃত্ব বজায় রাখিবার চেষ্টা করিবেন?
নেতাজীঃ- আমি আপনার যুক্তি বুঝিয়াছি কিন্তু এক্ষনে আমাদের দেশের স্বাধীনতার জন্য চিন্তা করা উচিত। 
প্রভুপাদঃ-- আপনি সে সকল বিষয় নিয়ে চিন্তিত যাহা ক্ষণস্থায়ী , জড় জাগতিক মুক্তি এই বিচারে যে আমরা ভারতীয়। কিন্তু এই ভারতীয় পদবীও জাগতিক। কিন্তু আমার চিন্তা সমগ্র মানবজাতিকে কি করে জড় মায়ার বন্ধন হইতে মুক্ত করা যাইতে পারে বাস্তবে শুধু মানবজাতি নয়,  সমগ্র জীবকুল কি প্রকারে মুক্ত হইবে..... ইহা আমার ভাবনা।
নেতাজীঃ- আমি ইতিপূর্বে কাহার নিকট ভগবদগীতার এমন প্রাঞ্জল ব্যাখা শুনি নাই।  কিন্তু আমার ভয় এই যে আমাদের দেশের স্বাধীনতার আন্দোলন যেন ব্যাহত না হয়।
উক্ত কথার পর দেশনায়ক নেতাজী প্রভুপাদের নিকট পুনরায় তরুন লোকবলের জন্য  কোনো অনুরোধ করার সাহস পেলেন না এবং নীরবে প্রত্যাগমন করলেন।                                           
🙏🏻🇮🇳🙏🏻🏵🙏🏻🇮🇳🙏🏻🏵🙏🏻🇮🇳🙏🏻🏵🙏🏻🇮🇳🙏🏻🏵🙏🏻🇮🇳🙏🏻🏵🙏🏻🇮🇳🙏🏻🏵🙏🏻🇮🇳🙏🏻🏵🙏🏻🇮🇳🙏🏻

No comments:

Post a Comment

💐🏵️💞🌺🌷🌺💞🏵️💐 🌷 বৈষ্ণবের ব্যাস পূজা 🌷 💐🏵️💞🌺🌷🌺💞🏵️💐 শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তঃ সকল সাধু, গুরু, বৈষ্ণব ও গৌর ভক্ত...