Tuesday, February 4, 2020


শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তঃ 
সকল সাধুগুরু,বৈষ্ণব  গৌর ভক্তবৃন্দের শ্রী চরণে আমার দণ্ডবৎ প্রণাম I 
''হরি - গুরু - বৈষ্ণব তিনিহেঁ স্মরণ।
তিনেহেঁ স্মরণ হইতে বিঘ্ন  বিনাশন।।
অনায়াসে হয় নিজ বাঞ্ছিত পূরণ ।।''

শুদ্ধ - ভকতচরণ-রেণু, ভজন-অনুকূল
ভকত-সেবা,পরম সিদ্ধি, প্রেমলতিকার মূল ॥১॥

মাধব-তিথি, ভক্তি -  জননী, যতনে পালন করি
কৃষ্ণবসতি,বসতি বলি, পরম আদরে বরি ॥২॥

গৌর আমার, যে সব স্থানে, করল ভ্রমণ রঙ্গে
সে সব স্থান, হেরিব আমি, প্রণয়ি-ভকত-সঙ্গে ॥৩॥

মৃদঙ্গবাদ্য, শুনিতে মন, অবসর সদা যাচে
গৌর-বিহিত, কীর্ত্তন শুনি, আনন্দে হৃদয় নাচে ॥৪॥

যুগলমূর্ত্তি, দেখিয়া মোর, পরম আনন্দ হয়
প্রসাদ-সেবা, করিতে হয়, সকল প্রপঞ্চ-জয় ॥৫॥

যে দিন গৃহে, ভজন দেখি, গৃহেতে গোলোক ভায়
চরণসীধু, দেখিয়া গঙ্গা, সুখ  না  সীমা পায় ॥৬॥

তুলসী দেখি, জুড়ায় প্রাণ, মাধবতোষণী  জানি
গৌর-প্রিয়, শাকসেবনে, জীবন সার্থক মানি ॥৭॥

ভকতিবিনোদ, কৃষ্ণভজনে, অনুকূল পায় যাহা
প্রতিদিবসে, পরম সুখে, স্বীকার করয়ে তাহা ॥৮॥

গৌর যে শিখাল নাম সেই নাম গাও।
অন্য সব নাম-মাহাত্ম্য সেই নামে পাও॥

সদা জপ করুন...
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে I
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে I I

No comments:

Post a Comment

🌳🌴🪴🌲🦚🍁💐🏵️🌺🌷🌺🏵️💐🍁🦚🌲🪴🌴🌳 🌻🌼 শ্রীবলরামের রাসযাত্রা 🌹 শ্রীকৃষ্ণের বসন্তরাস 🌼🌻 🌳🌴🪴🌲🦚🍁💐🏵️🌺🌷🌺🏵️💐🍁🦚🌲🪴...