Saturday, February 15, 2020


গৌর নিত্যানন্দ এক অপরের পরিপূরক
গৌর নিতাই,এই দুই স্বরূপের মধ্যে কে সূর্য্য কে চন্দ্র তা বোঝা কঠিন। এই দুই চন্দ্র -সূর্য্যের মধ্যে কে কাকে প্রকাশ করেন, আলোকিত করেন বা কে কাকে চালান, তা স্থির করা সহজ নয়। নিত্যানন্দ সম্বন্ধে গৌরহরি রাঘব পণ্ডিতকে  বলেছেন---

‘’
রাঘব তোমারে আমি নিজ গোপ্য কই।
আমার দ্বিতীয় নাই নিত্যানন্দ বই।।‘’ (চৈঃ ভাঃ)

খুব গোপন বিষয় অত্যন্ত আপন জনকেই বলা যায়। কিন্তু নিজ গোপ্য এমনই বস্তু যা নিজের মধ্যেই থাকবে। অত্যন্ত আপনজন স্ত্রী-পুত্রের কাছেও প্রকাশ করা যাবে না। নিত্যানন্দের স্বরূপ মহাপ্রভুর নিজ গোপ্য। তিনি ছাড়া আর কেউ জানেন না। নিতাই সম্বন্ধে আবার বলেছেন মহাপ্রভু---
‘’
আমার সকল কার্য্য নিত্যানন্দ দ্বারে।
সেই আমি করি যা নিতাই করান আমারে।।‘’ (চৈঃ ভাঃ)

গৌরসুন্দরের করুণায় যেমন নিত্যানন্দকে পাওয়া যায়, নিতাই এর কৃপা না হলে গৌরসুন্দরককে পাওয়া যায় না। উভয়ই  একই স্বরুপ, উভয়ই এক অপরের পরিপূরক I

শ্রীবৃন্দাবনদাসজী লিখিছেন...
‘’একই বস্তু দুই ভাগ ভক্তি বিলাইতে।
গৌরচন্দ্রে জানি সবে নিত্যানন্দ হৈতে।।‘’ (চৈঃভাঃ)

যিনি গৌরহরিকে খুব ভক্তি করেন, অথচ নিত্যানন্দকে উপেক্ষা করেন, তার গৌরহরিতে ভক্তি দৃঢ় হয় না বা ভক্তি রক্ষা করা সম্ভব হয় না।

শ্রীকবিরাজ গোস্বামী নিজ ভাইকে, -বিষয়ে সাবধান করে বলেছেন,--
‘’দুই ভাই এক তনু সমান প্রকাশ।
নিত্যানন্দে না মান তোমার হবে সর্বনাশ।।‘’ (চৈঃভাঃ)

<<<<< জয় গৌরসুন্দর >>>>>

No comments:

Post a Comment

🌳🌴🪴🌲🦚🍁💐🏵️🌺🌷🌺🏵️💐🍁🦚🌲🪴🌴🌳 🌻🌼 শ্রীবলরামের রাসযাত্রা 🌹 শ্রীকৃষ্ণের বসন্তরাস 🌼🌻 🌳🌴🪴🌲🦚🍁💐🏵️🌺🌷🌺🏵️💐🍁🦚🌲🪴...