Monday, January 13, 2020

শ্রীল রামচন্দ্র কবিরাজ
(তিরোভাব)
স্বর্ধুন্যাস্তীরভূমৌ সরজনিনগরে গৌড় ভুপাধিপাত্ৰাদ -
ব্রহ্মণ্যাদ্বিষ্ণুভক্তাদপি সুপরিচিতাৎ শ্রীচিরজীবসেনাৎ I

যঃ শ্রীরামেন্দুনামা সমজনি পরমঃ শ্রীসুনন্দাভিধায়াং
সোহয়ং শ্রীমান্নরাখ্যে হি কবিনৃপতিঃ সম্যগাসিদভিন্নঃ II

'গঙ্গাতীরস্থ সরজনিনগরে গৌড়রাজ্যের শ্রেষ্ঠ অমাত্য  দ্বিজভক্ত,বিষ্ণুভক্ত সুপরিচিত শ্রীচিরজীব সেন নামক পিতা হইতে শ্রীসুনন্দা নামিকা মাতার গর্ভে শ্রীরামচন্দ্র নামক যে মহাজন জন্মগ্রহণ করিয়াছিলেন,তিনি পরম রূপবান ;তিনি নরোত্তম - নামক কাবিন পতির সহিত সর্ব্বতোভাবে একাত্মা ছিলেন I'

''খণ্ডবাসী চিরজীব সেন এক হয় I
তাঁহার পত্নীর নাম সুনন্দা কহয় II

দুই পুত্র হইল তাঁর পারলাম গুণবান I
জ্যেষ্ঠ রামচন্দ্র,কনিষ্ঠ গোবিন্দ অভিধান II

শ্রীনিবাসের শিষ্য রামচন্দ্র কবিরাজ I
করুণামঞ্জরী রামচন্দ্রের সিদ্ধনাম II''

কৃষ্ণলীলায় যিনি করুণামঞ্জরী,তিনি শ্রীরামচন্দ্র কবিরাজরূপে প্রকটিত,এইরূপ তাঁহার সিদ্ধ পরিচয় জ্ঞাত হওয়া যায় I ইহার শ্রীপাট তিলিয়া বুধুরী গ্রামে অবস্থিত I শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ অনুযায়ী ইহার শ্রীপাট কুমারনগরে অবস্থিত I
শ্রীগৌড়ীয় বৈষ্ণব অভিধানে রামচন্দ্র কবিরাজ বিবাহ করিলেও কখনও সংসারাশ্রমে প্রবিষ্ট হন নাই,এইরূপ লিখিত হইয়াছে I শ্রীরামচন্দ্রকে বিবাহবেশে দেখিয়া শ্রীনিবাসাচার্য্য প্রভু উহার অসারতা সম্বন্ধে কিছু কথা বলিলে তাহা রামচন্দ্রের হৃদয়কে স্পর্শ করে,তিনি সংসারে আর প্রবিষ্ট হন নাই I

''এই দেখ বিবাহের এতেক উৎসাহ I
অর্থব্যয় করি কিনে মায়ার কলহ II


গলে ফাঁস দিলে মায়া তাহা না বুঝিয়া I
মঙ্গল আচরে দেখ কৌতুক করিয়া II

অমঙ্গলে শুভজ্ঞান সদাই করিয়া I
উৎসব করে লোক কৃতার্থ মানিয়া II’’

শ্রীরামচন্দ্রের প্রতি স্নেহাবিষ্টহইয়া শ্রীনিবাসাচার্য্য প্রভু তাঁহাকে দীক্ষামন্ত্র প্রদান করতঃ নিজ সেবক রূপে গ্রহণ করিয়াছিলেন I বিষ্ণুপুরের রাজা বীরহাম্বীর শ্রীনিবাস আচার্য্যের শিষ্য হইয়াছিলেন,কিন্তু রামচন্দ্র কবিরাজ শিক্ষাগুরু রূপে তাঁহাকে শিক্ষা প্রদান করিতেন I শ্রীরামচন্দ্র কবিরাজ যেকালে বৃন্দাবনধামে অবস্থান করিয়াছিলেন,সেকালে তাঁহার শ্রীজীব গোস্বামী আদি বৈষ্ণবগণের সঙ্গ কৃপালাভের সৌভাগ্য হইয়াছিল I বৈষ্ণবগণ তাঁহার অপূর্ব্ব কবিত্ব শ্রবণে পরিতৃপ্তি লাভ করিয়াছিলেন I শ্রীল জীবগোস্বামী শ্রীরামচন্দ্রকে 'কবিরাজ' উপাধি প্রদান করিলেন I  ইনি অষ্ট - কবিরাজের অন্যতম I শ্রীল নরোত্তম ঠাকুরের প্রচার ভজনের ইনি প্রিয়তম সঙ্গী ছিলেন I

ইঁহার রচিত গ্রন্থাবলীর মধ্যে 'স্মরণচমৎকার','স্মরণ - দর্পণ','সিদ্ধান্ত - চন্দ্রিকা', 'শ্রীনিবাসাচার্য্যের জীবন - চরিত' বিশেষ ভাবে উল্লেখযোগ্য I শ্রীল নরোত্তম ঠাকুর তাঁহার রচিত 'প্রার্থনা' গীতিতে রামচন্দ্র কবিরাজের সঙ্গ কামনা করিয়াছেন I

‘’দয়া কর শ্রীআচার্য প্রভু শ্রীনিবাস I
রামচন্দ্র সঙ্গ মাগে নরোত্তম দাস।।‘’

শ্রীল রামচন্দ্র কবিরাজের তিরোভাব মাঘিকৃষ্ণা - তৃতীয়া তিথিতে I শ্রীনিবাসাচার্য্যের অন্তর্ধানের পর রামচন্দ্র কবিরাজ বৃন্দাবনে অপ্রকট হন I




No comments:

Post a Comment

🌳🌴🪴🌲🦚🍁💐🏵️🌺🌷🌺🏵️💐🍁🦚🌲🪴🌴🌳 🌻🌼 শ্রীবলরামের রাসযাত্রা 🌹 শ্রীকৃষ্ণের বসন্তরাস 🌼🌻 🌳🌴🪴🌲🦚🍁💐🏵️🌺🌷🌺🏵️💐🍁🦚🌲🪴...