Monday, January 6, 2020

শ্রীল জগদীশ পণ্ডিত
(আবির্ভাব)
''অপরে  যজ্ঞপত্নৌ  শ্রীজগদীশ  হিরণ্যকো I
একাদশ্যাং যয়োরন্নং প্রাথয়িত্বাহযসৎ প্রভুঃ II’’

‘’আসীদ ব্রজে চন্দ্রহাসো নর্ত্তকো রসকোবিদঃ I
সোহয়ং নৃত্যবিনোদী শ্রীজগদীশখ্যঃ পণ্ডিতঃ I I’’

আজ বৈষ্ণব ঠাকুর শ্রীল জগদীশ পণ্ডিত প্রভুর শুভ আবির্ভাব তিথি I শ্রীকৃষ্ণ লীলায় যাঁহারা  যাজ্ঞিক ব্রাহ্মণপত্নী ছিলেন,তাঁহারাই শ্রীজগদীশ পণ্ডিত শ্রীহিরণ্য পণ্ডিতরূপে গৌরলীলা পুষ্টির জন্য আবির্ভূত হইয়াছেন I ব্রজে রসকোবিদচন্দ্রহাস নর্ত্তকরূপেও শ্রীজগদীশ পণ্ডিত প্রভুর পূর্ব্বলীলার পরিচয় প্রদত্ত হইয়াছে I ইনি শ্রীচৈতন্যশাখা নিত্যানন্দশাখা - উভয় শাখায় গণিত হন I

ভারতের পূর্ব্বাঞ্চলে গুয়াহাটিতে (প্রাগ জ্যোতিষ পুরে) পৌষী শুক্লা দ্বাদশী তিথিতে শ্রীজগদীশ পণ্ডিত  আবির্ভূত হইয়াছিলেন I তাঁহার পিতৃদেব ছিলেন শ্রীকমলাক্ষ ভট্ট I শ্রীজগদীশ পণ্ডিতের পিতামাতা পরম বিষ্ণুভক্তি পরায়ণ ছিলেন I ইঁহার শ্রীপাট চাকদহের নিকট যশড়া গ্রামে অবস্থিত I

''জগদীশ পণ্ডিত আর হিরণ্য মহাশয় I
যারে কৃপা কৈল বাল্যে প্রভু দয়াময় II

এই দুই  ঘরে প্রভু একাদশী দিনে I
বিষ্ণুর নৈবেদ্য মাগি খাইল আপনে II''

''শ্রীজগদীশ পণ্ডিত হয় জগৎ পাবন I
কৃষ্ণপ্রেমামৃত বর্ষে যেন বর্ষাঘন II''

''ভক্তের দ্রব্য প্রভু কাড়ি কাড়ি খায় I
অভক্তের দ্রব্য পানে উলটি না চায় II''

পুরুষোত্তম হইতে শ্রীজগন্নাথদেব যশড়া শ্রীপাটে শুভবিজয় করিয়াছেন I অগণিত নরনারী যশড়া শ্রীপাটে শ্রীজগন্নাথদেবকে দর্শনের জন্য আসিতে থাকেন I প্রথমে গঙ্গাতীরে বট বৃক্ষর নীচে শ্রীজগন্নাথ মূর্ত্তি প্রতিষ্ঠিত ছিলেন,পরে গোয়াড়ি কৃষ্ণনগরের রাজা শ্রীকৃষ্ণচন্দ্রের সাহায্যে তথায় একটি মন্দির নির্ম্মিত হয় I মন্দিরটি চূড়াবিহীন সাধারণ গৃহাকার I শ্রীমন্দিরে শ্রীজগন্নাথদেব,শ্রীরাধাবল্লভ জীউ শ্রীগৌর - গোপাল বিগ্রহগণ বিরাজিত আছেন I যে যষ্টির সাহায্যে শ্রীজগদীশ পণ্ডিত প্রভু পুরী হইতে শ্রীজগন্নাথ বিগ্রহ আনয়ন করিয়াছিলেন,তাহা শ্রীজগন্নাথ মন্দিরে অদ্যপি রক্ষিত আছে I শ্রীজগন্নাথদেবের রথযাত্রা হয় না I শ্রীজগন্নাথদেবের স্নানযাত্রা উৎসব প্রতি বৎসর বিশেষ সমারোহের সহিত সুসম্পন্ন হইয়া থাকে I শ্রীজগদীশ পণ্ডিত প্রভু তাঁহার সহধর্ম্মিণীর বাৎসল্য প্রেমে আকৃষ্ট  হইয়া শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু শ্রীনিত্যানন্দ প্রভু যশড়া শ্রীপাটে দুইবার শুভপদার্পণ করতঃ সংকীর্ত্তন বিহার মহোৎসব করিয়াছিলেন I শ্রীল জগদীশ পণ্ডিতের শ্রীপাটের সেবা বর্ত্তমানে শ্রীচৈতন্যগৌড়ীয়মঠ প্রতিষ্ঠান কতৃক পরিচালিত হইতেছে I

''ভক্তপ্রেমবশ্য ভক্তবৎসল ভগবান তাঁহার ভক্তের সেবা গ্রহণ করিবার জন্য কতই না ছল অবলম্বন করেন! লক্ষ্মীসহস্রশত - সম্ভ্রম সেব্যমান গোবিন্দেরও যেন সেবকের অভাব হইয়া যায়,সেবাতে যেন বিঘ্ন উপস্থিত হয় ! অভীস্পিত  সেবককে সেবা দিবার জন্য লীলাময় শ্রীহরি কতই না লীলাভঙি প্রকট করেন I’’শ্রীনিত্যানন্দ প্রভুর প্রিয় পার্ষদ শ্রীল জগদীশ পণ্ডিত ঠাকুরের তাঁহার ভক্তিমতী ভাৰ্য্যা দুঃখিনী মায়ের স্বহস্ত সেবিত শ্রীশ্রীজগন্নাথদেব শ্রীগৌরগোপাল বিগ্রহও তদ্রুপ এক অপূর্ব্ব লীলাভঙ্গী  করিয়া ভক্তরাজ ত্রিদণ্ডিস্বামী শ্রীমদ্ভক্তি দয়িত মাধব মহারাজের সেবা অযাচিতভাবে অঙ্গীকার করিলেন I

No comments:

Post a Comment

🌳🌴🪴🌲🦚🍁💐🏵️🌺🌷🌺🏵️💐🍁🦚🌲🪴🌴🌳 🌻🌼 শ্রীবলরামের রাসযাত্রা 🌹 শ্রীকৃষ্ণের বসন্তরাস 🌼🌻 🌳🌴🪴🌲🦚🍁💐🏵️🌺🌷🌺🏵️💐🍁🦚🌲🪴...