Sunday, January 5, 2020

শ্রীমন্মহাপ্রভুর উপদেশাবলী
এক দিন মাতার পদে করিয়া প্রণাম।
প্রভু কহে,মাতা, মোরে দেহ এক দান॥

মাতা বলে,তাই দিব, যা তুমি মাগিবে।
প্রভু কহে,একাদশীতে অন্ন না খাইবে॥

শচী কহে,না খাইব, ভালই কহিলা।
সেই হৈতে একাদশী করিতে লাগিলা॥

প্রভু বৈষ্ণবগণকে বলেন

শ্রীহরিবাসর দিনে কৃষ্ণনাম রসপানে
তৃপ্ত হয় বৈষ্ণব সুজন।
অন্য রস নাহি লয় অন্য কথা নাহি কয়
সর্ব্বভোগ করয়ে বর্জ্জন॥

শ্রীনামভজন আর একাদশী ব্রত
একতত্ত্ব নিত্য জানি হও তাহে রত
                         (শ্রীশ্রীপ্রেমবিবর্ত্ত: ১৮।১০,২১)

প্রভু শ্রীসনাতন গোস্বামী প্রভুকে বলেন

একাদশী, জন্মাষ্টমী, বামনদ্বাদশী
শ্রীরামনবমী, আর নৃসিংহচতুর্দ্দশী॥

এই সবে বিদ্ধা-ত্যাগ, অবিদ্ধা-করণ।
অকরণে দোষ, কৈলে ভক্তির লভন॥

No comments:

Post a Comment

🦚💐🏵 ️ 🌺🌷🌺🏵 ️ 💐🦚 🍁🌻🌷 চাতুর্মাস্য ব্রত 🌷🍁 🦚💐🏵 ️ 🌺🌷🌺🏵 ️ 💐🦚 শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তঃ সকল সাধু , গুরু , ব...