Friday, January 31, 2020


একাগ্রভাবে ভগবানকে স্মরণ করতে হবে,তবেই ভগবানের সাক্ষাৎ পাবেন
কেউ যেমনই অজ্ঞানী অথবা মূর্খ হোক না কেন , দি সে ঈশ্বরের অনন্যভক্তি করতে শুরু রে বা জ্ঞানী মহাত্মার কাছে গমন রে কিছু শ্রবণ রে আর তদনুসারে আচরণ শুরু রে তাহলে সেও পরমপদ পেতে পারে অর্থাৎ শ্রবণ তারপর নির্দেশ অনুসারে চললে জীবন ধীরে ধীরে রিবর্তন তে থাকবে লে পারমার্থিক জীবনে গিয়ে যাওয়া যাবে

মূর্খ লেও চিন্তা নেই তাকে মহাত্মা বা স্বয়ং ভগবানই জ্ঞান দান করতে পারেন পাপী,মূর্খ লেও আয়ুর অল্পকাল অবশিষ্ট থাকলেও ভগবানের কৃপায় মুক্তি হতে পারে কেবল একটি কাজ করতে বে "ভগবান ছেন’’ এই সুদৃঢ় বিশ্বাস নিয়ে ওঠা বসা,ক্ষুধা - তৃষ্ণা নিবারণ , চলা - ফেরা , শোওয়া - জাগরণ সবসময় সতত ভগবানকে স্মরণে রাখতে বে

ধরুন , পরীক্ষা বছর পর বে এখন মি কি করলাম আজ যে পড়া ছিল চিন্তা করলাম আগামীকাল পড়ব , আগামীকাল বললাম পরশু পড়ব , এমন করতে করতে পরীক্ষা লে লো সারাবছর তো পড়া হয়নি তাই পরীক্ষার গের দিন কিছু ড়ে নিলে অন্তত পক্ষে পরীক্ষার দিন কিছু লিখতে পারবে হয়ত পাসও য়ে যাবে তেমনি সারাদিন থেকে কিছু সময় ভগবানের নাম স্মরণে ব্যস্ত রাখলে ন্তিমে ভালো কিছু বেই

আপনি বলবেন যে নিদ্রাগমন কালে তো ভগবানকে স্মরণ হয় না তাহলে বলব দি দিনে ভগবানের স্মরণ - মনন লে তাহলে রাত্রেও তা অব্যাহত থাকবে কারণ যে কার্য দিনে করা হয় তা রাত্রেও স্বপ্নে আসতে থাকে রাত্রিকালে স্মরণ যাতে হয় তার একটা সহজ উপায় ছে শয়নকালে শুয়েও তা করা যেতে পারে দশ - নেরো মিনিট জাগতিক সংকল্প প্রবাহ থেকে দূরে গিয়ে ভগবানের নাম রূপ স্মরণ রে তাঁর লীলাসকল মনন করতে করতে ঘুমিয়ে পড়ুন তাতে রাত্রে ভগবানের স্মরণ তে থাকবে

হ্যাঁ বে লীলা সকল একাগ্রভাবে স্মরণ করতে বে প্রিয় যেমন প্রিয়ার প্রতি একাগ্র থাকে তেমনি আপনিও ভগবানের প্রেমের প্রতি একাগ্র থেকে লীলা সকল স্মরণ করবেন আসল কথা যে,সতত ভগবানকে নে রাখুন,কখনো তাঁকে ভুবেন না দি ত্রিভুবনের রাজ্যলাভও হয় সেটিও তি নগণ্য নে রে ত্যাগ করবেন কিন্তু ভগবানের স্মরণ - মনন ছাড়বেন না দি কখনো ভগবানের বিস্মরণ না হয় আর যার একমাত্র ভগবানই পরমপ্রিয় সর্বস্ব,সেই ধন্য

শ্রীমদ্ভাগবতে বলা ছে

ত্রিভুববিভবহেতবেহপ্যকুন্ঠস্মৃতিরজিাত্মসুরাদিভির্বিমৃগ্যাৎ
চলতি ভগবৎপদারবিন্দাল্লবনিমিষার্ধমপি যঃ বৈষ্ণবাগ্র্য়ঃ ।।

বিসৃতি হৃদয়ং যস্য সাক্ষাদ্ধরিরবশাভিহিতোহপ্যঘৌঘনাশঃ
প্রণয়রশনয়া ধৃতাঙ্ঘ্রিপদ্মঃ ভবতি ভাগবতপ্রধান উক্তঃ ।।

‘’
ত্রিভুবনের রাজ্যবৈভবের জন্য যার ভগবৎচিন্তা বিঘ্নিত হয় না,যে ভগবানেরই মন ন্নিবিষ্টকারী,দেবতাদি দ্বারা কাঙ্ক্ষিত ভগবৎ চরণকমলের স্মরণে মুহূর্তের জন্যও বিচ্যুত হয় না,সেই ভগবদ্ভক্তদের ধ্যে অগ্রগণ্য হয় বিবশ য়ে নাম উচ্চারণকারীরও যিনি সম্পূর্ণ পাপ ধ্বংস রেন , সেই সাক্ষাৎ পরমব্রহ্ম পরমেশ্বর ভক্তকে কখনো ত্যাগ করতে পারেন না কারণ তাঁর পাদপদ্ম ক্তের প্রেম রজ্জু দ্বারা আবদ্ধ থাকে তাকেই ভগবদ্ভক্তদের ধ্যে শ্রেষ্ঠ বলা হয় "

No comments:

Post a Comment

🌳🌴🪴🌲🦚🍁💐🏵️🌺🌷🌺🏵️💐🍁🦚🌲🪴🌴🌳 🌻🌼 শ্রীবলরামের রাসযাত্রা 🌹 শ্রীকৃষ্ণের বসন্তরাস 🌼🌻 🌳🌴🪴🌲🦚🍁💐🏵️🌺🌷🌺🏵️💐🍁🦚🌲🪴...