Thursday, January 16, 2020


শ্রীল লোচনদাস ঠাকুর
(আবির্ভাব)
শ্রীল লোচনদাস ঠাকুর বর্দ্ধমান জেলার কাটোয়া মহকুমায় গুস্করা রেলস্টেশন হইতে পাঁচ ক্রোশ উত্তরে কোগ্রামে ১৫২৩ খৃষ্টাব্দে রাঢ়ীয় বৈদ্য বংশে আবির্ভূত হইয়াছিলেন  I কাহারও মতে ইহার আবির্ভাব তিথি পৌষমাসের শুক্লা প্রতিপদ I ইহার পিতার নাম শ্রীকমলাকর দাস,মাতার নাম শ্রীমতী সদানন্দী I ঠাকুরের শ্রীপাটের নিকট অজয় নদ প্রবাহিত I ইনি পিতামাতার একমাত্র পুত্র হওয়ায় তাঁহাদের অত্যন্ত স্নেহের পাত্র ছিলেন I ইনি মাতামহের বাড়ীতে থাকিয়া অধ্যয়ন করিতেন I তৎকালীন সামাজিক প্রথানুসারে লোচনদাস ঠাকুরের অল্প বয়সে বিবাহ হয় I ইহার শ্বশুরালয় আমেদপুর কাকুট গ্রামে I ইনি গৃহস্থাশ্রমে প্রবিষ্ঠ হইলেও বিষয় বিরক্ত ছিলেন I সর্ব্বদা গৌর - ভক্তগণের সহিত কৃষ্ণকথা সংলাপে সময় অতিবাহিত করিতে ভালবাসিতেন I শৈশবকাল হইতেই ঠাকুরের চরিত্রে অদ্ভুত গৌরানুরক্তি পরিলক্ষিত হয় I শ্রীখণ্ডের প্রসিদ্ধ গৌরপার্ষদ শ্রীল নরহরিসরকার ঠাকুর লোচনদাসের প্রতি স্নেহাবিষ্ট হইয়া তাঁহাকে দীক্ষা প্রদান করতঃ নিজ শিষ্যরূপে গ্রহণ করিলেন I লোচনদাস ঠাকুরও শ্রীখণ্ডে গুরুদেবের পাদপদ্মে অবস্থান করতঃ পরমোৎসাহে গুরুদেবের সেবা করিতে লাগিলেন I গুরুদেব তাঁহাকে কীর্ত্তন - বিষয়ে শিক্ষা প্রদান করিলেন এবং শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর পুত লীলামৃত লিখিবার জন্য আজ্ঞা দিলেন I শ্রীল গুরুদেবের আজ্ঞা শিরোধার্য্য করিয়া তিনি 'শ্রীচৈতন্যমঙ্গল' গ্রন্থ লিখিলেন I শ্রীচৈতন্য মহাপ্রভুর চরিত্র শ্রবণে সর্ব্বোত্তম মঙ্গল লাভ হয়,এই হেতু গ্রন্থের নাম রাখা হইল 'শ্রীচৈতন্যমঙ্গল' I

পূর্ব্ববঙ্গের পাঞ্চালী ছন্দের অনুকরণে শ্রীল লোচনদাস ঠাকুর 'শ্রীচৈতন্যমঙ্গল' লিখিয়াছেন  I শ্রীআশুতোষ দেব 'নূতন বাংলা অভিধানে' লোচনদাস ঠাকুরকে বাংলা তথ্যভাষায় সাহিত্য রচনার এবং মাত্রাবৃত্তছন্দের প্রবর্ত্তক বলিয়া উল্লেখ করিয়াছেন I ১৫৩৭ খৃষ্টাব্দে 'শ্রীচৈতন্যমঙ্গল' গ্রন্থ লিখিত হয় I শ্রীমুরারি গুপ্ত - রচিত 'শ্রীচৈতন্যচরিত' অবলম্বনে লোচনদাস ঠাকুর চৈতন্যমঙ্গল গ্রন্থ রচনা করেন I তাহার রচিত অন্যান্য গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য ‘’প্রার্থনা,দুর্ল্লভসার,পদাবলী,জগন্নাথ - বল্লভ নাটক,রাসপঞ্চাধ্যায়ের পদ্যানুবাদ’’ I গুস্করা রেলস্টেশনের নিকট কাঁদড়া - গ্রামে শ্রীপ্রাণকৃষ্ণ চক্রবর্ত্তীর গৃহে লোচনদাস ঠাকুরের স্বহস্তলিখিত 'চৈতন্যমঙ্গল' গ্রন্থ আছে এইরূপ শ্রুত হয় I

শ্রীল লোচনদাস ঠাকুর নিত্যানন্দ - মহিমাসূচক কএকটী গীতি লিখিয়াছেন I গীতিগুলি ভক্তগণ কর্ত্তৃক  বিশেষ ভাবে সমাদৃত হয় I যথা ....
০১.নিতাই গুণমণি আমার নিতাই গুণমণি I
০২.অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় I
০৩.পরম করুণ পঁহু দুইজন নিতাই গৌরচন্দ্র I

১৫৮৯ খৃষ্টাব্দে শ্রীল লোচনদাস ঠাকুরের তিরোধান হয় I ঠাকুরের শ্রীপাটে ইষ্টকনির্ম্মিত সমাধি আছে I  


No comments:

Post a Comment

🌳🌴🪴🌲🦚🍁💐🏵️🌺🌷🌺🏵️💐🍁🦚🌲🪴🌴🌳 🌻🌼 শ্রীবলরামের রাসযাত্রা 🌹 শ্রীকৃষ্ণের বসন্তরাস 🌼🌻 🌳🌴🪴🌲🦚🍁💐🏵️🌺🌷🌺🏵️💐🍁🦚🌲🪴...