Wednesday, March 11, 2020


নাম-মহিমা
একদিন কৃষ্ণদাস কাশীমিশ্রের ঘরে
আপন গৌছারি কিছু কহিল প্রভুরে
‘’আজ্ঞা হয় শুনি কৃষ্ণনামের মহিমা
যে মহিমার ব্রহ্মা শিব নাহি জানে সীমা’’
প্রভু বলে, “কৃষ্ণনামের মহিমা অপার
কৃষ্ণ নিজে নাহি জানে, কি জানিব জীব ছার
শাস্ত্রে যাহা শুনিয়াছি কহিব তোমারে
বিশ্বাস করিয়া শুন যাবে ভবপারে
সর্ব্ব পাপ প্রশমক সর্ব্ব ব্যাধি নাশ
সর্ব্ব দুঃখ বিনাশন কলি বাধা হ্রাস
নারকি- উদ্ধার আর প্রারব্ধ খণ্ডন
সর্ব্ব- অপরাধ -ক্ষয় নামে সর্ব্বক্ষণ
সর্ব্ব- সৎ- কর্ম্মের পূর্ত্তি নামের বিলাস
সর্ব্ব বেদাধিক নাম সূর্য্যের প্রকাশ
সর্ব্ব তীর্থের অধিক নাম সর্ব্ব শাস্ত্রে কয়
সকল সৎকর্ম্ম আধিক্য নামেতে উদয়
সর্ব্বার্থ প্রদাতা নাম, সর্ব্ব শক্তিময়
জগৎ- আনন্দকারী নামের ধর্ম্ম হয়
নাম লঞা জগদ্বন্দ্য হয় সর্ব্বজন
অগতির গতি নাম পতিত পাবন
সর্ব্বত্র সর্ব্বদা সেব্য সর্ব্ব মুক্তিদাতা
বৈকুণ্ঠ প্রাপক নাম হরিপ্রীতি দাতা
নাম স্বয়ং পুরুষার্থ ভক্তি- অঙ্গপ্রধান
শ্রুতি- স্মৃতি- শাস্ত্রে আছে বহুত প্রমাণ
সত্যযুগে বহুকালে যাহা তপোধ্যানে।
যজ্ঞাদি যজিয়া ত্রেতায় যেবা ফল টানে।।
দ্বাপরে অর্চ্চনাঙ্গেতে পায় যেবা ফল।
কলিতে হরিনামে পায় সে সকল।।
কলিকালে মহাভাগবত বলি তারে
কীর্ত্তনে যে হরিভজে এভব সংসারে
চিদাত্মক হরিনাম বারেক উচ্চারে
শিব- ব্রহ্মা- অনন্ত তার ফল কহিতে নারে
নামোচ্চারণ মাহাত্ম্য অদ্ভুত বলিগায়
উচ্চারণ মাত্রে নর পরমপদ পায়
কৃষ্ণ বলে, ‘শুন অর্জ্জুন ! বলিব তোমায়
শ্রদ্ধায় হেলায় জীব মম নাম গায়
সেই নাম মম হৃদি সদা বর্ত্তমান
নামসম ব্রত নাই, নামসম জ্ঞান
নামসম ধ্যান নাই, নামসম ফল
নামসম ত্যাগ নাই, নামসম বল
নামসম পুণ্য নাই, নামসম গতি
নামের শক্তিগানে বেদের নাহিক শকতি
নামই পরমা মুক্তি, নামই পরমা গতি
নামই পরমা শান্তি, নামই পরমা স্থিতি
নামই পরমা ভক্তি, নামই পরমা মতি
নামই পরমা প্রীতি, নামই পরমা স্মৃতি
জীবের কারণ নাম, নামই জীবের প্রভু
পরম আরাধ্য নাম, নামই গুরু প্রভু’ II
হরিনাম-মাহাত্ম্যের কভু নাহি পার
যে নাম শ্রবণে সদ্য পুক্কশ উদ্ধার
স্বপনে জাগ্রতে যেবা জল্পে কৃষ্ণনাম
কলিতে সে কৃষ্ণরূপী, কৃষ্ণের বিধান
কৃষ্ণ বলিনিত্য স্মরে সংসার-সাগরে
জলোত্থিত পদ্ম যেন নরকে উদ্ধরে
কৃষ্ণনাম সর্ব্বমুখ্য জীবের আশ্রয়
অশেষ পাপ হরে, সদ্য পাপমুক্তিকর
নাম চিন্তামণি, কৃষ্ণ, চৈতন্য-স্বরূপ
পূর্ণ, শুদ্ধ, নিত্যমুক্ত, নামনামী একরূপ
বিষ্ণুনাম বিষ্ণুশক্তি যেই জন জানে
সুমতি প্রার্থনা করে অপ্রাকৃত জ্ঞানে
স্থানেশ্বরী কৃষ্ণদাস যোড় করিকর
বলে, “প্রভু, এক বস্তু প্রার্থনা হামার
এরূপ মাহাত্ম্য নামের শুনিনু শ্রবণে
সর্ব্বত্র সমান ফল নাহি হোয় কেনে’’
প্রভু বলে, “শ্রদ্ধা- বিশ্বাস সকলের মূল
বিশ্বাস- অভাবে কেহ নাহি লভে ফল’’
প্রভু বলে, “অন্তর্য্যমী নাম ভগবান্
বিশ্বাসানুসারে ফল করেন প্রদান ॥২৩১॥
নামের মহিমা পূর্ণ বিশ্বাস না করে
নামের ফল নাহি পায়, নাম- অপরাধে মরে
অর্থবাদ করে ফলে বিশ্বাস ত্যজিয়া
ফল নাহি পায়, থাকে নরকে পড়িয়া
''হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।।''
🎼🎵🎶🎼🎵🎶🎼🎵🎶🎼🎵🎶🎼🎵🎶🎼🎵🎶🎼🎵🎶🎼

No comments:

Post a Comment

💐🏵️🌺🌷🌺🏵️💐 🌷 কামদা একাদশী 🌷 💐🏵️🌺🌷🌺🏵️💐 শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তঃ সকল সাধু , গুরু , বৈষ্ণব ও গৌর ভক্তবৃন্দের...