Thursday, March 5, 2020


শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তঃ 
সকল সাধুগুরু,বৈষ্ণব  গৌর ভক্তবৃন্দের শ্রী চরণে আমার দণ্ডবৎ প্রণাম 
''হরি - গুরু - বৈষ্ণব তিনিহেঁ স্মরণ।
তিনেহেঁ স্মরণ হইতে বিঘ্ন  বিনাশন।।
অনায়াসে হয় নিজ বাঞ্ছিত পূরণ ।।''

নদীয়া - গোদ্রুমে       নিত্যানন্দ মহাজন।
পাতিয়াছে   নামহট্ট   জীবের    কারণ॥১॥
(
শ্রদ্ধাবান জন হে, শ্রদ্ধাবান জন)
প্রভুর  আজ্ঞায়  ভাই, মাগি এই  ভিক্ষা।
বলকৃষ্ণ’, ভজকৃষ্ণ’, কর কৃষ্ণ - শিক্ষা॥২॥
অপরাধ - শূন্য হ’য়ে  লহ  কৃষ্ণনাম।
কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধন-প্রাণ॥৩॥
কৃষ্ণের  সংসার  কর, ছাড়ি, অনাচার।
জীবে দয়া, কৃষ্ণনাম - সর্বধর্মসার॥৪॥

শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ I
শ্রীঅদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ।।

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।।

No comments:

Post a Comment

🌳🌴🪴🌲🦚🍁💐🏵️🌺🌷🌺🏵️💐🍁🦚🌲🪴🌴🌳 🌻🌼 শ্রীবলরামের রাসযাত্রা 🌹 শ্রীকৃষ্ণের বসন্তরাস 🌼🌻 🌳🌴🪴🌲🦚🍁💐🏵️🌺🌷🌺🏵️💐🍁🦚🌲🪴...