Saturday, March 14, 2020

শ্রীচৈতন্য মহাপ্রভুই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ
আজানুলম্বিত - ভুজৌ কনকাবদাতৌ,সঙ্কীর্ত্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ।।
বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ,বন্দে জগৎপ্রিয়্করৌ করুণাবতারৌ।।
                                                                      ---(চৈতন্য ভাগবত-/)
অর্থাৎ,- যাঁদের বাহুদ্বয় হাঁটু পর্যন্ত প্রসারিত, দেহ স্বর্ণাভ উজ্জ্বল জ্যোতি বিকীরণকারী, চক্ষু পদ্মফুলের পাপড়ির মতোই বিস্তৃত, যাঁরা ব্রাহ্মণদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, যুগধর্মের পালক, বিশ্বের মহান ভরণপোষণকারী, ভগবানের মহাবদান্য পরম করুণাময় অবতার যাঁরা হরিনাম সংকীর্ত্তন  যজ্ঞের প্রবর্তক,সেই শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রীনিত্যানন্দ প্রভুকে আমি বন্দনা করি৷।- (বৃন্দাবন দাস ঠাকুর)

শ্রীঅথর্ববেদে শ্রীব্রহ্মা মহর্ষি পিপ্পালাদকে বলেছেন,- " রহস্যং তে বদিষ্যামি, জাহৃবীতীরে নবদ্বীপে গোলোকাখ্যে ধাম্নি গোবিন্দো দ্বিভুজো গৌরঃ সর্বত্মা মহাপুরুষো মহাত্মা মহাযোগী ত্রিগুনাতীতঃ সত্ত্বরুপো ভক্তিং লোকে কাশ্যতীতি। "

অৰ্থাৎ,- "এক পরম নিগূঢ় তত্ত্ব তোমাকে বলব। সকলের আত্মস্বরুপ, মহাপুরুষ, পরমাত্মাস্বরুপ মহাযোগী, ত্রিগুণাতীত, বিশুদ্ধ সত্তময়, দ্বিভুজ শ্যামসুন্দর স্বয়ং জাহৃবীতীরে গোলোকাখ্য নবদ্বীপ ধামে শ্রীগৌরসুন্দররুপে অবতীর্ণ হয়ে জগতে ভক্তি প্রকাশ করবেন।"

শ্রীমৎস্য পুরাণে শ্রীভগবান বলেছেন,-
মুণ্ডো গৌরঃ সুদীর্ঘাঙ্গস্ত্রি স্রোতস্তীর সম্ভবঃ।
দয়ালু কীর্তনগ্রাহী ভবিষ্যামি কলৌযুগে।।

অৰ্থাৎ,- "আমি কলিযুগে গঙ্গাতটে সুদীর্ঘ গৌরাঙ্গরুপে প্রকটিত হয়ে জগতের প্রতি করুনাবশত মুণ্ডিতমস্তক সন্ন্যাসীবেশে সকলকে যুগধর্ম হরিনাম সংকীর্ত্তন করাবো।"

কৃষ্ণবর্ণং ত্বিষাকৃষ্ণং সাঙ্গোপাঙ্গস্ত্রপার্ষদম্।
যজ্ঞৈঃ সঙ্কীর্তনপ্রায়ৈর্যজন্তি হি সুমেধসঃ।। ( ভাঃ ১১//৩২)

অর্থাৎ,- এই কলিযুগে, সুমেধা সম্পন্ন ব্যক্তিগণ অবিরাম কৃষ্ণ - কীর্ত্তনকারী ভগবানের অবতারকে আরাধনা করার জন্য সংকীর্ত্তন যজ্ঞের অনুষ্ঠান করেন। যদিও তাঁর গায়ের বর্ণ -কৃষ্ণ, তবুও তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ। তিনি তাঁর সঙ্গী, সেবক, অস্ত্র এবং অন্তরঙ্গ পার্ষদে পরিবৃত। ( মহারাজ নিমির প্রতি শ্রীকরভাজন মুনি)

সুবর্ণবর্ণো হেমাঙ্গো বরাঙ্গশ্চনাঙ্গদী।
সন্ন্যাসকৃচ্ছমঃ শান্তো নিষ্ঠাশান্তিপরায়ণঃ।। ( মহাভারত)

অর্থাৎ,- মহাপ্রভু গৌরসুন্দরের গায়ের রঙ সোনার মত। প্রকৃতপক্ষে, তাঁর সুললিত সমগ্র দেহটি কাঁচা সোনার মত। তাঁর সমস্তদেহ চন্দন-চর্চিত। তিনি সন্ন্যাস গ্রহন করবেন এবং খুব আত্মসংযমশীল হবেন। মায়াবাদী সন্ন্যাসীদের সঙ্গে তাঁর পার্থক্য এই যে, তিনি ভক্তিমূলক সেবায় নিষ্ঠাপরায়ণ এবং সংকীর্ত্তন আন্দোলন প্রচার করবেন।

শ্রীকূর্ম পুরাণে ভগবান বলেছেন,-
''কলিনা দহ্যমানানমুদ্ধারাম মহীতলে।
জন্ম প্রথম সন্ধ্যায়াং প্রহীষ্যানি দ্বিজাতিষু।।''

অর্থাৎ,- কলিকবলিত জনগনকে উদ্ধার করবার জন্য আমি কলিকালের প্রারম্ভে পৃথিবীতে ব্রাহ্মনকুলে আর্বিভূত হব।

শ্রীবৃহন্নারদীয় পুরাণে শ্রীভগবানের উক্তি,-
''অহমেব কলৌ বিপ্র নিত্যং প্রচ্ছন্ন বিগ্রহঃ।
ভগবদ্ভক্তরুপেন লোকান্ রক্ষামি সর্বদা।।
দিবিজা ভুবি জায়ধ্বং ভক্তরুপিনঃ।
কলৌ সংকীর্ত্তনারম্ভে ভবিষ্যামি শচীসূতঃ।।''

অর্থাৎ,- হে বিপ্র, আমি কলিকালে ভগবদ্ভক্তরুপে প্রচ্ছন্ন মূর্তিতে সকল লোককে নামপ্রেম প্রদান করতঃ রক্ষা করব। হে দেবতাগণ, তোমরা সকলে শীঘ্র পৃথিবীতে ভক্তরুপে জন্মগ্রহণ কর। আমি কলিকালে শচীপুত্ররুপে প্রকটিত হয়ে জগতে হরিনাম সংকীর্ত্তন প্রবর্তন করব।
💐 ''জয় গৌর, জয় নিতাই'' 💐 ''জয় গৌর, জয় নিতাই'' 💐

No comments:

Post a Comment

🌳🌴🪴🌲🦚🍁💐🏵️🌺🌷🌺🏵️💐🍁🦚🌲🪴🌴🌳 🌻🌼 শ্রীবলরামের রাসযাত্রা 🌹 শ্রীকৃষ্ণের বসন্তরাস 🌼🌻 🌳🌴🪴🌲🦚🍁💐🏵️🌺🌷🌺🏵️💐🍁🦚🌲🪴...