Monday, March 9, 2020


ইন্দ্রধনুর রং লাগুক মনে, দোলের শুভেচ্ছা
শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তঃ 
সকল সাধু, গুরু,বৈষ্ণব  গৌর ভক্তবৃন্দের শ্রী চরণে আমার দণ্ডবৎ প্রণাম হোলি পূর্ণিমা গৌর পূর্ণিমার অনেক শুভেচ্ছা অভিনন্দন।

''হরি - গুরু - বৈষ্ণব তিনিহেঁ স্মরণ।
তিনেহেঁ স্মরণ হইতে বিঘ্ন  বিনাশন।।
অনায়াসে হয় নিজ বাঞ্ছিত পূরণ ।।''

শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু জীবে দয়া করি
স্বপার্ষদ স্বীয় ধাম সহ অবতরি ।।

অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান
শিখায় শরণাগতি ভকতের প্রাণ ।।

দৈন্য ,আত্ননিবেদন ,গোপ্তৃত্বে বরণ
‘অবশ্য রক্ষিবে কৃষ্ণ’ বিশ্বাস,পালন ।।
ভক্তি - অনুকূল মাত্র কার্য্যের স্বীকার
ভক্তি - প্রতিকূল - ভাব - বর্জ্জনাঙ্গীকার ।।

ষড়ঙ্গ শরণাগতি হইবে যাঁহার
তাঁহার প্রার্থনা শুনে শ্রীনন্দকুমার ।।

রুপ সনাতন - পদে দন্তে তৃণ করি
ভকতিবিনোদ পড়ে দুহুঁ পদ ধরি ।।

কাঁদিয়া কাদিঁয়া বলে, ‘’আমি ত’ অধম
শিখায়ে শরণাগতি কর হে উত্তম ।।‘’

No comments:

Post a Comment

🌳🌴🪴🌲🦚🍁💐🏵️🌺🌷🌺🏵️💐🍁🦚🌲🪴🌴🌳 🌻🌼 শ্রীবলরামের রাসযাত্রা 🌹 শ্রীকৃষ্ণের বসন্তরাস 🌼🌻 🌳🌴🪴🌲🦚🍁💐🏵️🌺🌷🌺🏵️💐🍁🦚🌲🪴...