Friday, March 13, 2020


করোনা ভাইরাস
করোনা ভাইরাস সম্পর্কে শ্রীচৈতন্যগৌড়ীয়মঠ জিবিসির {Governing Body Commission (GBC)গভর্নিং বডি কমিশন) বিবৃতি
!!সমস্ত ভক্তবৃন্দ কে বিনম্র অনুরোধ সবাই সচেতন হোন!!
শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তঃ
সকল সাধু, গুরু,বৈষ্ণব গৌর ভক্তবৃন্দের শ্রী চরণে আমার দণ্ডবৎ প্রণাম
''হরি - গুরু - বৈষ্ণব তিনিহেঁ স্মরণ।
তিনেহেঁ স্মরণ হইতে বিঘ্ন  বিনাশন।।
অনায়াসে হয় নিজ বাঞ্ছিত পূরণ ।।''

কৃপা পূর্বক আমাদের বিনম্র দণ্ডবৎ প্রণাম গ্রহণ করুন গতকাল আমরা এক দুঃখজনক  সংবাদ শুনতে পেয়েছি,ভক্তিবেদান্ত মেনর একজন সদস্য করোনা ভাইরাস’ দ্বারা আক্রান্ত হয়ে দেহ রেখেছেন ! এমতাবস্থায় পরিস্থিতির গুরুত্বের আলোকে আমরা আমাদের শ্রীচৈতন্যগৌড়ীয়মঠ অন্তর্ভুক্ত সমস্ত মন্দির আঞ্চলিক মন্দিরগুলোতে এবং কেন্দ্রগুলিকে এবং সমস্ত ভক্তবৃন্দকে নিম্নলিখিত সুপারিশগুলি ভক্তদের মেনে চলার জন্য অনুরোধ করছি,-

১। মন্দিরের প্রতিদিনের কার্যগুলো পর্যায়ক্রমে চলতে থাকবে কিন্তু যাদের মধ্যে করোনা ভাইরাস এর লক্ষণ যেমন - হাঁচি, সর্দি, শ্বাস জনিত সমস্যা দেখা দেয় তারা মন্দির আসবেন না
২। যদি আপনি এই ভাইরাসের আক্রান্ত মানুষ এর কাছাকাছি থাকেন, আর যদি আপনি করোনা ভাইরাস এর নিয়ম গুলো না মানেন; তাহলে করোনা ভাইরাস দ্বারা সংক্রামিত হতে পারেন

আপনি করোনা ভাইরাস রোগ সম্পর্কে উদ্বিগ্ন?
আপনি https://wwwcdcgov/ তালিকাভুক্ত উচ্চ-ঝুঁকিপূর্ণ দেশগুলিতে ভ্রমণ করেছেন বা এই যে কোনও একটি দেশে ভ্রমণ করেছেন এমন কারও সাথে ঘনিষ্ঠ যোগাযোগ করেছেন।
উপরের যে কোনও ক্ষেত্রে, কৃপা করে আপনার ফিরে আসার পরে বা রোগের উপসর্গমুক্ত হওয়ার পরে কমপক্ষে ১৪ দিনের জন্য মন্দিরের সকল কর্মকাণ্ডে অংশ নেওয়া থেকে বিরত থাকুন।

আমরা আরো কিছু সতর্কতা মূলক পদক্ষেপ নিতে বলছি,-
১। যারা রান্না সেবায় আছেন বা পরিবেশন করবেন তারা প্রতি ২০ মিনিট পর পর হাত গরম জল সাবান দিয়ে হাত ধুয়ে নিবেন পারলে গ্লাভস পরিধান করুন
২। কারো মধ্যে রোগের লক্ষণ দেখা দেওয়ার সাথে সাথে তাদের রান্না পরিবেশন সেবা থেকে বিরত রাখুন।
৩। হ্যাণ্ড শেক করবেন না,হাত জোড়করে প্রণাম করবেন।
৪। নিজের নাকে-মুখে আঙ্গুল বা হাত দেবার অভ্যাস পরিত্যাগ করতে হবে। কারণ, মানব শরীরে জীবানু প্রবেশের সদর দরজা হলো নাক - মুখ - চোখ।
৫। লবণ মিশ্রিত গরম জল দিয়ে গারগেল করলে গলার মিউকাস পরিষ্কার হওয়ার সাথে সাথে টনসিলের জীবানুসহ করোনাও দূর হবে, ফুসফুসে সংক্রমিত হবে না।
৬। প্রসাদী ফুল, তেল, জল দেওয়া থেকে এখন কিছুদিন বিরত রাখুন।
ধন্যবাদ আপনার সহযোগিতার জন্যে !

শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ I
শ্রীঅদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ।।

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।।
নিতাই গৌর হরিবোল নিতাই গৌর হরিবোল

No comments:

Post a Comment

🌳🌴🪴🌲🦚🍁💐🏵️🌺🌷🌺🏵️💐🍁🦚🌲🪴🌴🌳 🌻🌼 শ্রীবলরামের রাসযাত্রা 🌹 শ্রীকৃষ্ণের বসন্তরাস 🌼🌻 🌳🌴🪴🌲🦚🍁💐🏵️🌺🌷🌺🏵️💐🍁🦚🌲🪴...