Wednesday, April 1, 2020


জয় শ্রীরাম
শ্রীরাম নবমী
♥♥শুভ শ্রীরাম নবমী♥♥ ♥♥শুভ শ্রীরাম নবমী♥♥
শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তঃ
সকল সাধু, গুরু,বৈষ্ণব ভক্তবৃন্দের শ্রী চরণে আমার দণ্ডবৎ প্রণাম।

শ্রীধাম অযোধ্যার মর্যাদা পুরুষোত্তম দশরথনন্দন রঘুপতিরাঘব বীর শিরোমণি পরম করুণাময় সীতানাথ ভগবান শ্রীরামচন্দ্রের শুভ আবির্ভাব তিথি শ্রী শ্রী রামনবমী মহা-মহোৎসব উপলক্ষে সবাইকে রামপ্রীতিশুভেচ্ছা ও অভিনন্দন।

বিশ্বব্যাপী প্রাণঘাতী মহামারী কোবিডি - ১৯ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবজনিত কারণে নিকটস্থ মন্দির সমূহে বহিরাগত ভক্তদের প্রবেশ নিষেধ বিধায়। গৃহে ভগবান শ্রীরামচন্দ্রের অভিষেক, মহিমা কীর্ত্তন, অতিরিক্ত জপ করার অনুরোধ রইল I
[রামনবমীর উপবাস সহযোগে রামের কৃপা প্রাপ্ত হয়ে করোনা নামক রাবণকে বধ করুন]
 শ্রী রাম স্তুতি
শ্রী রামচন্দ্র কৃপালু ভজু মন হরণ ভব ভয় দারুণং
নবকংজ-লোচন কংজ মুখ কর কংজ পদ কংজারুণং

কন্দর্প অগণিত অমিত ছবি নবনীল-নীরদ সুন্দর
পটপীত মানহু তড़িত রুচি শুচি নৌমি জনক সুতাবরং

ভজু দীন বন্ধু দিনেশ দানব দৈত্যবংশ-নিকন্দনং
রঘুনন্দ আনন্দ কংদ কৌশলচন্দ দশরথ্-নন্দনং

সির মুকুট কুণ্ডল তিলক চারু উদারু অংগ বিভূষণং
আজানু-ভুজ-শর-চাপ-ধর- সংগ্রাম জিত-খরদূষণং

ইতি বদতি তুলসীদাস শংকর-শেষ-মুনি-মন-রংজন
মম হৃদয়-কংজ নিবাস কুরু কামাদি খলদল-গংজন

মনু জাহিং রাচেঊ মিলিহি সো বরু সহজ সুংদর সাঁবরো
করুণানিধানু সুজান সীলু সনেহু জানত রাবরো

এহি ভাঁতি গৌরি অসীস সুনি সিয় সহিত হিয়ঁ হরষী অলী
তুলসী ভবানিহি পূজি পুনি পুনি মুদিত মন মংদির চলী

দোহা
        জানি গৌরী অনুকূঅ সিয় হিয় হরষু জাই কহি
        মংজুল মংগল মূল বাম অংগ ফরকন লগে  
শ্রীরাম চালীসা
শ্রী রঘুবীর ভক্ত হিতকারী সুনি লীজৈ প্রভু অরজ হমারী
নিশি দিন ধ্যান ধরৈ জো কোঈ তা সম ভক্ত ঔর নহিং হোঈ

ধ্যান ধরে শিবজী মন মাহীং ব্রহ্মা ইন্দ্র পার নহিং পাহীং
জয় জয় জয় রঘুনাথ কৃপালা সদা করো সন্তন প্রতিপালা

দূত তুম্হার বীর হনুমানা জাসু প্রভাব তিহূঁ পুর জানা
তুব ভুজদণ্ড প্রচণ্ড কৃপালা রাবণ মারি সুরন প্রতিপালা

তুম অনাথ কে নাথ গোসাঈং দীনন কে হো সদা সহাঈ
ব্রহ্মাদিক তব পার পাবৈং সদা ঈশ তুম্হরো য়শ গাবৈং

চারিউ বেদ ভরত হৈং সাখী তুম ভক্তন কী লজ্জা রাখী
গুণ গাবত শারদ মন মাহীং সুরপতি তাকো পার পাহীং

নাম তুম্হার লেত জো কোঈ তা সম ধন্য ঔর নহিং হোঈ
রাম নাম হৈ অপরম্পারা চারিহু বেদন জাহি পুকারা

গণপতি নাম তুম্হারো লীন্হোং তিনকো প্রথম পূজ্য তুম কীন্হোং
শেষ রটত নিত নাম তুম্হারা মহি কো ভার শীশ পর ধারা

ফূল সমান রহত সো ভারা পাবত কোউ তুম্হরো পারা
ভরত নাম তুম্হরো উর ধারো তাসোং কবহুঁ রণ মেং হারো

নাম শত্রুহন হৃদয় প্রকাশা সুমিরত হোত শত্রু কর নাশা
লষন তুম্হারে আজ্ঞাকারী সদা করত সন্তন রখবারী

তাতে রণ জীতে নহিং কোঈ য়ুদ্ধ জুরে য়মহূঁ কিন হোঈ
মহা লক্শ্মী ধর অবতারা সব বিধি করত পাপ কো ছারা

সীতা রাম পুনীতা গায়ো ভুবনেশ্বরী প্রভাব দিখায়ো
ঘট সোং প্রকট ভঈ সো আঈ জাকো দেখত চন্দ্র লজাঈ

সো তুমরে নিত পাংব পলোটত নবো নিদ্ধি চরণন মেং লোটত
সিদ্ধি অঠারহ মংগল কারী সো তুম পর জাবৈ বলিহারী

ঔরহু জো অনেক প্রভুতাঈ সো সীতাপতি তুমহিং বনাঈ
ইচ্ছা তে কোটিন সংসারা রচত লাগত পল কী বারা

জো তুম্হরে চরনন চিত লাবৈ তাকো মুক্তি অবসি হো জাবৈ
সুনহু রাম তুম তাত হমারে তুমহিং ভরত কুল-পূজ্য প্রচারে

তুমহিং দেব কুল দেব হমারে তুম গুরু দেব প্রাণ কে প্যারে
জো কুছ হো সো তুমহীং রাজা জয় জয় জয় প্রভু রাখো লাজা

রামা আত্মা পোষণ হারে জয় জয় জয় দশরথ কে প্যারে
জয় জয় জয় প্রভু জ্যোতি স্বরূপা নিগুণ ব্রহ্ম অখণ্ড অনূপা

সত্য সত্য জয় সত্য-ব্রত স্বামী সত্য সনাতন অন্তর্যামী
সত্য ভজন তুম্হরো জো গাবৈ সো নিশ্চয় চারোং ফল পাবৈ

সত্য শপথ গৌরীপতি কীন্হীং তুমনে ভক্তহিং সব সিদ্ধি দীন্হীং
জ্ঞান হৃদয় দো জ্ঞান স্বরূপা নমো নমো জয় জাপতি ভূপা

ধন্য ধন্য তুম ধন্য প্রতাপা নাম তুম্হার হরত সংতাপা
সত্য শুদ্ধ দেবন মুখ গায়া বজী দুন্দুভী শংখ বজায়া

সত্য সত্য তুম সত্য সনাতন তুমহীং হো হমরে তন মন ধন
য়াকো পাঠ করে জো কোঈ জ্ঞান প্রকট তাকে উর হোঈ

আবাগমন মিটৈ তিহি কেরা সত্য বচন মানে শিব মেরা
ঔর আস মন মেং জো ল্যাবৈ তুলসী দল অরু ফূল চঢ़াবৈ

সাগ পত্র সো ভোগ লগাবৈ সো নর সকল সিদ্ধতা পাবৈ
অন্ত সময় রঘুবর পুর জাঈ জহাঁ জন্ম হরি ভক্ত কহাঈ

শ্রী হরি দাস কহৈ অরু গাবৈ সো বৈকুণ্ঠ ধাম কো পাবৈ

দোহা
সাত দিবস জো নেম কর পাঠ করে চিত লায়
হরিদাস হরিকৃপা সে অবসি ভক্তি কো পায়

রাম চালীসা জো পঢ़ে রামচরণ চিত লায়
জো ইচ্ছা মন মেং করৈ সকল সিদ্ধ হো জায়       
শ্রী রামাষ্টকঃ
হে রামা পুরুষোত্তমা নরহরে নারায়ণা কেশবা
গোবিন্দা গরুডধ্বজা গুণনিধে দামোদরা মাধবা

হে কৃষ্ণ কমলাপতে য়দুপতে সীতাপতে শ্রীপতে
বৈকুণ্ঠাধিপতে চরাচরপতে লক্শ্মীপতে পাহি মাম্

আদৌ রামতপোবনাদি গমনং হত্বা মৃগং কাংচনম্
বৈদেহী হরণং জটায়ু মরণং সুগ্রীব সম্ভাষণম্

বালীনির্দলনং সমুদ্রতরণং লংকাপুরীদাহনম্
পশ্চাদ্রাবণ কুম্ভকর্ণহননং এতদ্ধি রামায়ণম্
আরতী শ্রীরামচন্দ্রজী কী
জগমগ জগমগ জোত জলী হৈ রাম আরতী হোন লগী হৈ
ভক্তি কা দীপক প্রেম কী বাতী আরতী সংত করেং দিন রাতী

আনন্দ কী সরিতা উভরী হৈ জগমগ জগমগ জোত জলী হৈ
কনক সিংহাসন সিয়া সমেতা বৈঠহিং রাম হোঈ চিত চেতা

বাম ভাগ মেং জনক ললী হৈ জগমগ জগমগ জোত জলী হৈ
আরতী হনুমত কে মন ভাবে রাম কথা নিত শংকর গাবে

সংতোং কী য়ে ভীড় লগী হৈ জগমগ জগমগ জোত জলী হৈ

                    ইতি


No comments:

Post a Comment

🌳🌴🪴🌲🦚🍁💐🏵️🌺🌷🌺🏵️💐🍁🦚🌲🪴🌴🌳 🌻🌼 শ্রীবলরামের রাসযাত্রা 🌹 শ্রীকৃষ্ণের বসন্তরাস 🌼🌻 🌳🌴🪴🌲🦚🍁💐🏵️🌺🌷🌺🏵️💐🍁🦚🌲🪴...