Wednesday, April 1, 2020

শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তঃ
সকল সাধু,গুরু,বৈষ্ণব ও গৌর ভক্তবৃন্দের শ্রীচরণে আমার দণ্ডবৎ প্রণাম I
''হরি - গুরু - বৈষ্ণব তিনিহেঁ স্মরণ।
তিনেহেঁ স্মরণ হইতে বিঘ্ন বিনাশন।।
অনায়াসে হয় নিজ বাঞ্ছিত পূরণ ।।''

আজ ২ এপ্রিল,১৯ চৈত্র, বৃহস্পতিবার, পরম ভাগবতবর শ্রীল ভক্তিদয়িত মাধব গোস্বামী  মহারাজের অন্তরঙ্গ পার্ষদ বিশ্বব্যাপী শ্রীচৈতন্যগৌড়ীয় মঠের  পূর্বতন আচার্য্য,বিশ্ব বৈষ্ণব রাজসভার সভাপতি  গৌড়ীয় সিংহ পুরুষ খ্যাত মহা তেজস্বী বৈষ্ণব মহাজন, গৌড়ীয় বৈষ্ণব গগনের উজ্জ্বল নক্ষত্রমণি,বৈষ্ণবকুল চূড়ামণি নিত্যলীলা প্রবিষ্ট ওঁ বিষ্ণুপাদ পরিব্রাজকাচার্য্য ত্রিদণ্ডি স্বামী ১০৮ শ্রী - শ্রীমদ্ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী গুরু মহারাজের ৯৬ তম শুভ আবির্ভাব তিথি ও ব্যাসপূজা মহোৎসব I 

No comments:

Post a Comment

🦚💐🏵 ️ 🌺🌷🌺🏵 ️ 💐🦚 🍁🌻🌷 চাতুর্মাস্য ব্রত 🌷🍁 🦚💐🏵 ️ 🌺🌷🌺🏵 ️ 💐🦚 শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তঃ সকল সাধু , গুরু , ব...