Saturday, April 4, 2020


শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তঃ
সকল সাধু,গুরু,বৈষ্ণব গৌর ভক্তবৃন্দের শ্রীচরণে আমার দণ্ডবৎ প্রণাম I
''হরি - গুরু - বৈষ্ণব তিনিহেঁ স্মরণ।
তিনেহেঁ স্মরণ হইতে বিঘ্ন বিনাশন।।
অনায়াসে হয় নিজ বাঞ্ছিত পূরণ ।।‘’

অত্যন্ত গুড় রহস্য কথা,সবাই বোঝার চেষ্টা করুন।
''অনারাধ্য রাধা - পদাম্ভোজ - রেণু - মনাশ্রিত্য বৃন্দাটবিং তৎপদাঙ্কাম।
অসম্ভাষয় তদ্ভাব - গম্ভীরচিত্তান কুতঃ শ্যামসিন্ধু - রসস্যাবগাহঃ।।''
                                           ---(শ্রীরঘুনাথ দাস গোস্বামী)
রাধিকাচরণ - পদ্ম       সকল শ্রেয়ের সদ্ম,
যতনে যে নাহি আরাধিল।
রাধা - পদাঙ্কিত - ধাম,      বৃন্দাবন জাঁ' নাম,
তাহা যে না আশ্রয় করিল।।
রাধিকাভাব - গম্ভীর       চিত্ত যেবা মহাধীর,
ভক্তগণ - সঙ্গ না কইল জীবনে।
কেমনে সে শ্যামানন্দ      রসসিন্ধু - স্নানানন্দ,
লভিবে বুঝহ একমনে।।

রাধিকা উজ্জ্বল - রসের আচার্য্য।
রাধামাধব - শুদ্ধ       প্রেম বিচার্য্য।।
যে ধরিল রাধাপদ      পরম যতনে।
সে পাইল কৃষ্ণপদ       অমূল্যরতনে।।
রাধাপদ বিনা কভু কৃষ্ণ নাহি মিলে।
রাধার দাসীর কৃষ্ণ,      সর্ববেদে বলে।।
ছোড়ৎ ধন- জন, কলত্র - সুত - মিত, ছোড়ৎ করম - জ্ঞান।
রাধা পদপঙ্কজ, মধুরত - সেবন, ভকতিবিনোদ পরমাণ।।

No comments:

Post a Comment

🌳🌴🪴🌲🦚🍁💐🏵️🌺🌷🌺🏵️💐🍁🦚🌲🪴🌴🌳 🌻🌼 শ্রীবলরামের রাসযাত্রা 🌹 শ্রীকৃষ্ণের বসন্তরাস 🌼🌻 🌳🌴🪴🌲🦚🍁💐🏵️🌺🌷🌺🏵️💐🍁🦚🌲🪴...