Monday, April 13, 2020


পৃথু মহারাজ চতুসন
পৃথু মহারাজ ব্রহ্মার চার পুত্রের সঙ্গে কথোপকথন।
শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তঃ
সকল সাধু,গুরু,বৈষ্ণব গৌর ভক্তবৃন্দের শ্রীচরণে আমার দণ্ডবৎ প্রণাম I
''হরি - গুরু - বৈষ্ণব তিনিহেঁ স্মরণ।
তিনেহেঁ স্মরণ হইতে বিঘ্ন বিনাশন।।
অনায়াসে হয় নিজ বাঞ্ছিত পূরণ ।।‘’

‘’গুরবে গৌরচন্দ্রায় রাধিকায়ৈ তদালয়ে।
কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ।।‘’

পৃথু মহারাজের রাজত্বকালে ভূলোকের সমস্ত বস্তু নিষ্পাপ ছিল। ব্রহ্মার চার পুত্র তখন পৃথু মহারাজের সঙ্গে সাক্ষাৎ করত মনস্থ করেন। সেই চার কুমার - সনক, সনন্দ, সনাতন সনৎকুমারকে দর্শন করে পৃথু মহারাজ তাঁদেরকে স্বাগত জনাতে উদগ্রীব হয়েছিলেন বিনীত ভাবে তাঁদেরকে স্বর্ণসিংহাসন দিয়ে, তাঁদের পাদ ধৌত করে সেই জল নিজ মস্তকে সিঞ্চন করলেন।

পৃথু মহারাজ তাঁদের যথাযথ ভাবে সম্মান জানিয়ে সংযতভাবে বলতে লাগলেন,- হে মহর্ষিগণ, আপনাদের মত মহর্ষিরা সংসার - দাবানলে সন্তপ্ত মানুষের একমাত্র সুহৃদ তাই আপনাদের কাছে আমার প্রশ্ন, কিভাবে আমরা অচিরেই এই জড় জগতে আমাদের জীবনের পরম উদ্দেশ্য সাধন করতে পারি?

পৃথু মহারাজের কথায় ব্রহ্মার  পুত্ররা প্রসন্ন হয়েছিলেন। শ্রীসণৎকুমার বললেন,- “হে রাজন আপনিতো পরমেশ্বর ভগবানের মহিমা কীর্ত্তনে ইতিমধ্যে যুক্ত আছেন। কেউ যখন ভগবানের প্রতি অবিচলিত শ্রদ্ধা লাভ করে, তখন আপনা থেকেই তার অন্তরের সমস্ত জড় কামনা বাসনা বিধৌত হয় যারা ভক্তি অনুশীলন করছেন, ভগবানের আরাধনা করছেন, ভগবানের কথা শ্রবণ কীর্ত্তন করছেন, তাদের আসক্তি ভগবানের প্রতি বৃদ্ধি পাচ্ছে। পারমার্থিক জীবনে উন্নতি সাধন করতে হলে, ইন্দ্রিয় - তৃপ্তি পরায়ন অর্থ - লোলুপ ব্যক্তিদের সঙ্গ ত্যাগ করতে হবে। পারমার্থিক উন্নতি সাধনে যিনি আগ্রহী, যারা ভগবৎ ধামে ফিরে যেতে আগ্রহী, তাদের প্রথমে নিম্ন আচরণ গুলি নিজ ব্যবহারে আনিতে হবে।

💮 অহিংসা আচরন করতে হবে।
💮 মহাজনদের পদাঙ্ক অনুসরন করতে হবে।
💮 সর্বদা শ্রীহরিকে স্মরণ করতে হবে।
💮 শাস্ত্রীয় বিধি - নিষেধ পালন করতে হবে।
💮 ইন্দ্রিয় সংযম অভ্যাস করতেই হবে।
💮 পরের সমালোচনা করা উচিৎ নয়।
💮 সরল জীবন - যাপন করতে হবে।
💮 দ্বন্দ্ব ভাব সহ্য করতে হবে।
💮 শ্রীকৃষ্ণের প্রতি সেবা সম্পাদন করে চলতে হবে।
💮 ভগবানের দিব্য-লীলা গুণাবলী নিত্য শ্রবণ করতে হবে।

হে আমার প্রাণোধন কৃষ্ণ তুমি আমাদের হৃদয়ে ভক্তির ভাব জাগিয়ে দাও। সবাই একমনে তন্ময় হয়ে শ্রীহরিনাম জপ করুন,-
''হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।।‘’

জয় শ্রীরাধেকৃষ্ণ। জয় শচীনন্দন গৌরহরি ।।

No comments:

Post a Comment

🌳🌴🪴🌲🦚🍁💐🏵️🌺🌷🌺🏵️💐🍁🦚🌲🪴🌴🌳 🌻🌼 শ্রীবলরামের রাসযাত্রা 🌹 শ্রীকৃষ্ণের বসন্তরাস 🌼🌻 🌳🌴🪴🌲🦚🍁💐🏵️🌺🌷🌺🏵️💐🍁🦚🌲🪴...