Friday, April 10, 2020


শ্রীমন্মহাপ্রভুর বাল্য লীলা
শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তঃ
সকল সাধু,গুরু,বৈষ্ণব ও গৌর ভক্তবৃন্দের শ্রীচরণে আমার দণ্ডবৎ প্রণাম I
''হরি - গুরু - বৈষ্ণব তিনিহেঁ স্মরণ।
তিনেহেঁ স্মরণ হইতে বিঘ্ন বিনাশন।।
অনায়াসে হয় নিজ বাঞ্ছিত পূরণ ।।‘’

গুরবে গৌরচন্দ্রায় রাধিকায়ৈ তদালয়ে।
কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ।।

মহাপ্রভু:-
মহাপ্রভু বলতে বোঝায় যিনি অত্যন্ত অধঃপতিতদেরকেও কৃপা করে নিজদাস্য দান পূর্বক  দুঃখময়  জ্বরা সংসারচক্র থেকে  উদ্ধার করেন। তিনিই সমস্ত প্রভু অপেক্ষা শ্রেষ্ঠ প্রভু, তিনিই হলেন পতিতপাবন গৌরহরি মহাপ্রভু।

ত্রেতাযুগে সূর্যবংশে,      এক বিষ্ণু চতুরাংশে,
দশরথের নন্দন।
দ্বাপরেতে কারাগারে,       জন্ম বাসুদেব ঘরে,
যশোদার হৃদয় রতন।।
যোগমায়ার প্রভাবে,     মাতা দেবকীর গর্ভস্রাবে,
রোহিণী গর্ভেতে আকর্ষণ।
যোগমায়া আকর্ষণে,       জন্মিলেন বৃন্দাবনে,
বলরাম নাম সংকর্ষণ।।
নন্দের নন্দন যেই,         শচীসুত সেই,
নিত্যানন্দ হৈল বলরাম।
সেই লীলা সম্বরণ,          খেতর জন্ম ধারণ,
নিত্যানন্দ হৈল নরোত্তম।।
শ্রীঅদ্বৈত রামচন্দ্র,          শ্রীনিবাস গৌরচন্দ্র,
তিন প্রভু প্রেম প্রচারিলা।
যে জন্যে অবতার,       পশ্চাতে করি প্রচার,
ওঢ়াকাঁন্দি কৈল শেষ লীলা।।

হে আমার প্রাণোধন কৃষ্ণ তুমি আমাদের হৃদয়ে ভক্তির ভাব জাগিয়ে দাও। সবাই একমনে তন্ময় হয়ে শ্রীহরিনাম জপ করুন,-
''হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।।‘’

জয় শ্রীরাধেকৃষ্ণ। জয় ব্রজধাম। জয় শচীনন্দন গৌরহরি ।।

No comments:

Post a Comment

🌳🌴🪴🌲🦚🍁💐🏵️🌺🌷🌺🏵️💐🍁🦚🌲🪴🌴🌳 🌻🌼 শ্রীবলরামের রাসযাত্রা 🌹 শ্রীকৃষ্ণের বসন্তরাস 🌼🌻 🌳🌴🪴🌲🦚🍁💐🏵️🌺🌷🌺🏵️💐🍁🦚🌲🪴...