Sunday, April 5, 2020


কৃষ্ণপ্রেম
শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তঃ
সকল সাধু,গুরু,বৈষ্ণব গৌর ভক্তবৃন্দের শ্রীচরণে আমার দণ্ডবৎ প্রণাম I
''হরি - গুরু - বৈষ্ণব তিনিহেঁ স্মরণ।
তিনেহেঁ স্মরণ হইতে বিঘ্ন বিনাশন।।
অনায়াসে হয় নিজ বাঞ্ছিত পূরণ ।।‘’

নমস্ত্রিকাল - সত্যায় জগন্নাথ সুতায় চ।
- ভৃত্যায়   -পুত্রায়   - কলত্রায় তে নমঃ।।

''প্রেমধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন।
'দাস' করি  বেতন  মোরে  দেহ'  প্রেমধন।।''
সমস্ত ধর্ম আচরণের মধ্যে ভক্তিই হচ্ছে শ্রেষ্ঠ। আবার ভক্তির মধ্যে শুদ্ধভক্তিই হচ্ছে শ্রেষ্ঠ। শুদ্ধভক্তির মধ্যেও প্রেমভক্তি শ্রেষ্ঠ। ভক্তিপথে শ্রীচৈতন্য মহাপ্রভু প্রদর্শিত যে প্রেমভক্তি সেটিই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। মহাপ্রভু সেই প্রেমভক্তি দয়া করে আমাদের প্রদান করেছেন। ধর্মের পথে শ্রীচৈতন্য মহাপ্রভুর সেই দানটি কেন সর্বশ্রেষ্ঠ সেটি আমাদের বিচার করতে হবে। এইজন্য শাস্ত্রে বলা হয়েছে
‘’চৈতন্যচন্দ্রের দয়া করহ বিচার।
বিচার করিলে চিত্তে পাবে চমৎকার।।‘’

এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর সেই চমৎকার পন্থাটি বা শিক্ষাটি হচ্ছে
‘’আরাধ্যো ভগবান্ ব্রজেশতনয়স্তদ্ধাম বৃন্দাবনং।
রম্যা কাচিদুপাসনা ব্রজবধূবর্গেণ যা কল্পিতা।।
শ্রীমদ্ভাগবতং প্রমাণমমলং প্রেমা পুমর্থো মহান্।
শ্রীচৈতন্যমহাপ্রভোর্মতমিদং তত্রাদরঃ পরঃ।।‘’ (চৈতন্যমত্তমঞ্জুষা)

অর্থাৎ,- আরাধ্য ভগবান হচ্ছেন ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ এবং তাঁর ধাম হল বৃন্দাবন। ব্রজবধু ব্রজগোপিকারা যে ভাবে শ্রীকৃষ্ণের আরাধনা করেছিলেন সেটিই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। সমস্ত পুরুষার্থ বা সিদ্ধির চরম সিদ্ধি হচ্ছে কৃষ্ণপ্রেম। আর তার প্রমাণ হচ্ছে অমল পুরাণ শ্রীমদ্ভাগবত। এটিই হচ্ছে শ্রীচৈতন্য মহাপ্রভুর মত। আমাদের সাদরে সেটিই গ্রহণ করা উচিত। আর কোনো কিছু গ্রহণ করার প্রয়োজন নেই। এই পথে এগোনোর সর্বশ্রেষ্ঠ উপায় হল,-

‘’শুদ্ধ ভকত - চরণ - রেণু ভজন - অনুকূল
ভকত - সেবা পরম সিদ্ধি প্রেমলতিকার মূল।
মাধব - তিথি ভক্তি জননী যতনে পালন করি
কৃষ্ণবসতি, বসতি বলি' পরম আদরে বরি।‘’

অর্থাৎ,- সদগুরুদেবের চরণাশ্রয় করে গুরু, বৈষ্ণব ভগবানের সেবা করা।সেবাতে সর্বোচ্চ সিদ্ধি লাভ হয় আর প্রেম ভক্তি উদয় হয়। মাধব তিথি অর্থাৎ শ্রীএকাদশী ব্রত ভক্তির মাতা ,তাই পরম যত্ন সহকারে শ্রীএকাদশী ব্রত পালন করা সবার কর্তব্য। এতে শ্রীকৃষ্ণ নিশ্চিত রূপে বাস করেন, এইভাবে দৃঢতার সঙ্গে শ্রীএকাদশী ব্রতের খুব আদর করা উচিত। (শরণাগতি, ভক্তিবিনোদ ঠাকুর)

"মহাজনের যেই মত,তাতে হবে অনুরত, পূর্বাপর করিয়া বিচার।
সাধন স্মরণ লীলা, ইহাতে না করো হেলা, কায় মনে করিয়া সুসার।।'' (প্রে।ভ।চন্দ্রিকা)

হে আমার প্রাণোধন কৃষ্ণ তুমি আমাদের হৃদয়ে ভক্তির ভাব জাগিয়ে দাও। সবাই একমনে তন্ময় হয়ে শ্রীহরিনাম জপ করুন,-
''হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।।‘’

জয় শ্রীরাধেকৃষ্ণ। জয় ব্রজধাম। জয় শচীনন্দন গৌরহরি ।।

No comments:

Post a Comment

🌳🌴🪴🌲🦚🍁💐🏵️🌺🌷🌺🏵️💐🍁🦚🌲🪴🌴🌳 🌻🌼 শ্রীবলরামের রাসযাত্রা 🌹 শ্রীকৃষ্ণের বসন্তরাস 🌼🌻 🌳🌴🪴🌲🦚🍁💐🏵️🌺🌷🌺🏵️💐🍁🦚🌲🪴...