Monday, April 27, 2020

নিত্যলীলা প্রবিষ্ট ওঁ বিষ্ণুপাদ পরিব্রাজকাচার্য্য ত্রিদণ্ডিস্বামী ১০৮ শ্রী - শ্রীমদ্ভক্তিবিলাস গভস্তি নেমি গোস্বামী মহারাজ
(তিরোভাব)
হরে কৃষ্ণ,আগামী ২৮/০৪/২০২০ ইং রোজ - মঙ্গলবার শ্রী - শ্রীমদ্ভক্তিবিলাস গভস্তি নেমি গোস্বামী মহারাজের তিরোভাব তিথি।

প্রায় তিনশত বৎসর পূর্বে হাওড়া জেলার অন্তর্গত ভূরসিট ব্রাহ্মণপাড়া গ্রামে রামকৃষ্ণ সরকার নামে এক প্রজাবৎসল জমিদার বাস করতেন।এই রামকৃষ্ণ সরকারের ছয় পুত্রের মধ্যে প্রথম পুত্র শ্রী অদ্বৈত সরকারের প্রথম পুত্র 'শ্রীগিরীন্দ্রনাথ সরকার (শ্রীল মহারাজের বাল্যনাম)।এন্ট্রান্স পর্যন্ত পড়াশুনা করেন।সেই সময়ে বাল্যবিবাহ রীতি থাকায় কৈশোরে হুগলী জেলার দক্ষিণডিহি গ্রামের ধীরাবালা বসুরাণীর সহিত বিবাহ হয়। উনার কোন পুত্র সন্তানাদি ছিল না। সংসার ধর্ম্ম, চাকুরী বংশের গিরিধারীর সেবা পূজার মধ্যেই জীবন চলতে থাকে। কিন্তু চাকুরী জীবন সংসার ধর্ম্ম তাঁহাকে সে ভাবে বন্ধন করতে পারে নাই। তিনি বাড়ীর পাশেই স্বভূমিতে একটি আশ্রম নির্ম্মাণ করে সেখানে বসবাস করতে থাকেন।

  সময় শ্রী শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ ব্রাহ্মণপাড়া গ্রামে আসেন এবং ওনাকে সস্ত্রীক দীক্ষা প্রদান করে ''গৌরগোবিন্দ দাসাধিকারী (বিদ্যাভূষণ) ধনিষ্ঠা দেবী'' নাম করণ করেন এবং ষড়ভুজ গৌরাঙ্গ মূর্ত্তি প্রতিষ্ঠা করে আশ্রমের নাম করণ করেন ''শ্রীশ্রীপ্রপন্নাশ্রম'' পরবর্ত্তী কালে প্রভুপাদ কলিকাতার বাগবাজার শ্রী গৌড়ীয়মঠে ত্রিদণ্ডসন্ন্যাস দিয়ে 'শ্রীশ্রীমদ্ভক্তিবিলাস গভস্তি নেমি গোস্বামী মহারাজ' নামে ভূষিত করে মহাপ্রভুর প্রচার কার্য্যে নিযুক্ত করেন। সৌম্যদর্শন সুগায়ক এবং প্রচার কার্য্যে নিষ্ঠা থাকায় অল্পদিনের মধ্যেই গুরুদেবের প্রিয়পাত্র হয়ে উঠেন।

প্রভুপাদের অপ্রকটের পর তিনি পুনরায় ব্রাহ্মণপাড়া প্রপন্নাশ্রমে এসে শ্রীশ্রীরাধাগোবিন্দের বিগ্রহ স্থাপন করেন।নিয়মিত পাঠ, কীর্ত্তন বিগ্রহসেবা গৌরগোবিন্দের বিভিন্ন উৎসবাদি দ্বারা ভক্ত সমাগম বাড়াতে থাকেন।জাঁকজমক পূর্ণ প্রসাদ বিতরণের ছলে ভক্তগণকে হরিকথামৃত পরিবেশণই ওনার মূল আদর্শ ছিল। জীব কি ভাবে স্ব- স্বভাবে প্রতিষ্ঠিত হইতে পারে ''প্রজাদের এই আদর্শের মূর্ত্তি স্বরূপ শ্রীমদ্ভক্তিবিলাস গভস্তি নেমি গোস্বামী মহারাজ''
শ্রীল মহারাজ ১৩ই বৈশাখ ১৩৪৫ সাল সকাল ৯টায় অপ্রকট লীলা প্রকাশ করেন।

No comments:

Post a Comment

💐🏵️💞🌺🌷🌺💞🏵️💐 🌷 বৈষ্ণবের ব্যাস পূজা 🌷 💐🏵️💞🌺🌷🌺💞🏵️💐 শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তঃ সকল সাধু, গুরু, বৈষ্ণব ও গৌর ভক্ত...